দেবহাটায় জিয়াউর রহমানের ৪০তম মৃত্যু বার্ষিকী পালিত
নিজস্ব প্রতিনিধি:
দেবহাটায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪০ তম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার বিকেলে আসরের নামাজ শেষে উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে পারুলিয়া সরদার বাড়ি বায়তুস সালাম জামে মসজিদে মিলাদ ও দোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে দিবসটি পালিত হয়।
এ সময় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি শেখ সিরাজুল ইসলাম এবং বিশেষ অতিথি ছিলেন বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু।
এ সময় যুবদল নেতা আব্দুল হাবিব মন্টু, জাহাঙ্গীর কবির পল্টু, আহম্মদ আলী, মহাসিন হোসেন, নুরুজ্জামান, ফিরোজ আহমেদ, আনারুল ইসলাম, বিল্লাল হোসেন, পলাশ, মাসুদ রানা, মহিবুল ইসলাম মুকুল, আশরাফুল ইসলাম, মিলন হোসেন, শাকিল, ওলিউল ইসলাম, শফিকুল ইসলাম, রেজাউল ইসলাম, জাকিরুল ইসলাম, রফিকুল ইসলাম রফিক, তাসকিন আহমেদ, মামুন আহম্মেদ সহ মুলদল ও অন্যান্য সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Please follow and like us: