সাতক্ষীরায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ ফুটবল টূর্নামেন্ট উদ্বোধন
এস,এম,হাবিবুল হাসান :
সাতক্ষীরায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টূর্নামেন্ট ২০২১ বালক (অনূর্ধ্ব-১৭) এবং বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ বালিকা (অনূর্ধ্ব-১৭) ফুটবল টূর্নামেন্ট আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী খেলায় (বালক) তালা উপজেলা ২-০ গোলে কলারোয়া উপজেলাকে হারিয়ে শুভ সূচনা করে।
বৃহস্পতিবার (০৩ জুন) সকাল ১১টায় সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে বয়সভিত্তিক এই ফুটবল টুর্নামেন্টটি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে ও সাতক্ষীরা জেলা প্রশাসক এবং জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তানজিল্লুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ ফুটবল টূর্নামেন্ট খেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক এস এম মোস্তাফা কামাল ।
সাতক্ষীরা জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক খন্দকার আরিফ হাসান প্রিন্সের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা-তুজ-জোহরা, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আবদুল মোমেন খান চেীধুরী, সাবেক ফিফা রেফারী তৈয়েব হাসান বাবু, অতিরিক্ত সাধারণ সম্পাদক মাহমুদ হাসান মুক্তি,জেলা ফুটবল এসোসিয়েশনের ট্রেজারার শেখ মাসুদ আলী, বাছাই কমিটির সদস্য কিরন্ময় সরকার, ইকবাল কবির খান বাপ্পি প্রমুখ।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টূর্নামেন্ট বালক’র (অনূর্ধ্ব-১৭) উদ্বোধনী খেলায় অংশগ্রহন করে তালা উপজেল বনাব কলারোয়া উপজেলা। খেলায় তালা উপজেলা ২-০ গোলে কলারোয়া উপজেলাকে হারিয়ে শুভ সূচনা করে।
উদ্বোধনী খেলাটি পরিচালনা করেন রেফারী এস এম আব্দুল গফ্ফার। সহকারি রেফারি সামু চৌধুরি, মজনু এলাহি ও ফারুক হোসেন, এসময় সদর উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা, জেলা ফুটবল এসোসিয়েশনের কর্মকর্তা সমগ্র অনুষ্ঠান করেন ।
এর আগে একই মাঠে বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ ফুটবল টূর্নামেন্টের প্রথম খেলায় কলারোয়া উপজেলা ৮-০ গোলে তালা উপজেলাকে হারিয়ে বিজয় লাভ করে। নির্ধারিত খেলায় কলারোয়া উপজেলা দলের হ্যাট্টিকসহ সুমাইয়া ও সুরাইয়া ৪ গোল করে।
আগামীকাল শুক্রবার একই মাঠে (বালক ও বালিকা) শ্যামনগর উপজেলা বনাম দেবহাটা উপজেলা দল মুখোমুখি হবে।
Please follow and like us: