পাকিস্তানে সেনাচৌকিতে জঙ্গি হামলায় ৪ সেনাসহ নিহত ৮

আন্তর্জাতিক ডেস্ক :

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর পৃথক দুটি হামলার ঘটনা ঘটনায় ৪ সেনা সদস্যসহ অন্তত আটজন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে অন্তত আরো ১৫ জন।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে জানায়, সোমবার প্রথমে সন্ত্রাসীরা কোয়েটায় একটি সেনাচৌকি ও পরে তুরবতে সেনা ও রসদ বহনকারী গাড়ি লক্ষ্য করে হামলা চালায়।

দেশটির সেনাবাহিনী জানিয়েছে, বন্দুকধারীরা প্রথমে পীর ইসমাইল জিয়ারত এলাকার কাছে একটি নিরাপত্তা চৌকিতে হামলা চালায়। এসময় আধাসামরিক বাহিনীর সদস্যদের সঙ্গে চার-পাঁচ মিনিট গুলিবিনিময় হয়। এতে অন্তত পাঁচ সন্ত্রাসী নিহত হয়, আহত হয় অন্তত আটজন। বিপরীতে আধাসামরিক বাহিনীর চার সদস্যও মারা যান। আহত হন অন্তত ছয়জন।

অন্যদিকে সন্ত্রাসীরা তুরবত এলাকায় সেনা ও রসদ বহনকারী একটি গাড়িতে ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস-আইইডি বিস্ফোরণ ঘটায়। এই ঘটনায় দুই সেনা আহত হয়।

এসব হামলার ঘটনার দায় কেউ স্বীকার করেনি বলে জানিয়েছে পাকিস্তানের আন্তঃবাহিনী গণসংযোগ পরিদপ্তর-আইএসপিআর।

আইএসপিআর এক বিবৃতিতে আরও বলা হয়, সন্ত্রাসীরা এর আগে ৯ মে সেনাবাহিনীর ওপর দু’বার আক্রমণ চালিয়েছিল। এতে তিন সেনা নিহত হয় এবং পাঁচজন আহত হয়েছিল।

Please follow and like us:
fb-share-icon
Tweet 20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial
error

Enjoy this blog? Please spread the word :)