দেবহাটায় স্বাস্থ্যবিধি লংঘনের দায়ে ৫ ব্যাক্তিকে জরিমানা
নিজস্ব প্রতিনিধি:
মহামারী করোনা ভাইরাসের উর্দ্ধমুখী সংক্রমন এড়াতে দেবহাটায় মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে। বুধবার সকাল থেকে পারুলিয়া-সখিপুর বাজার এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাছলিমা আক্তার।
এসময় সরকার নির্দেশিত লকডাউন ও স্বাস্থ্যবিধি লংঘনের দায়ে মধুবন রেস্টুরেন্টের পরিচালক হালিম সহ ৫ ব্যাক্তি ও প্রতিষ্ঠানের মালিককে মোট ৭ হাজার টাকা জরিমানা করেন তিনি। মোবাইল কোর্ট পরিচালনাকালে বেঞ্চ সহকারী প্রদীপ কুমার ঢালী, এসআই হাফিজুর রহমান, এসআই সুজিত সহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। নির্বাহী অফিসার তাছলিমা আক্তার বলেন, বর্তমানে উদ্বেগজনক হারে জেলায় করোনা ভাইরাস সংক্রমিত হচ্ছে। অথচ সাধারণ মানুষের মধ্যে সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি অনুসরনের হার তুলনামুলক কম থাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। করোনার সংক্রমন হার কমাতে এ অভিযান অব্যহত থাকবে বলেও জানান ইউএনও।