আশাশুনিতে করোনা নিয়ন্ত্রণে মোবাইল কোর্টে ১৯০০ টাকা জরিমানা
জি এম মুজিবুর রহমান, আশাশুনি :
আশাশুনিতে করোনা ভাইরাসের ২য় ঢেউ এর হাত থেকে জনগণকে রক্ষার লক্ষ্যে মোবাইল কোর্ট পরিচালনা করে ব্যবসায়ী, ক্রেতা ও পথচারীকে ১৯০০ টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (২ জুন) বিকালে উপজেলার গোয়ালডাঙ্গা বাজারে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এর নির্দেশে সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীন সুলতানা গোয়ালডাঙ্গা বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করেন। এসময় স্বাস্থ্য বিধি অমান্য করে মাস্ক ব্যবহার না করার অপরাধে বাজারের রনি এন্ড রানা হার্ডওয়ারকে ১০০০ টাকা, পবিত্র, মৃত্যুঞ্জয় ও সমীরণকে ৩০০ টাকা, বুড়িয়া গ্রামের অনুপম, বিনয়, হরিদাশ, রঞ্জন, রমেশ ও রবীনকে ৬০০ টাকা, মোট ৩টি মামলায় সর্বমোট ১৯০০ টাকা জরিমানা আদায় করা হয়। সাথে সাথে ভবিষ্যতে স্বাস্থ্য বিধি অমান্য না করার জন্য ব্যবসায়ী ও জনসাধারণকে সচেনতন করা হয়।