যশোরে গাছের শেকড়ের নীচ থেকে সাপের ৬০ ডিম উদ্ধার
নিউজ ডেস্ক:
যশোর সদর উপজেলার গাওঘরা গ্রাম থেকে সাপের ৬০টি ডিম উদ্ধার করে ঢাকায় নেয়া হয়েছে। সোমববার বিকেলে বন্যপ্রাণী অপরাধ দমন বিভাগের কর্মকর্তা মো. হাফিজুর রহমান ঢাকা থেকে এসে ডিমগুলো উদ্ধার করে নিয়ে যান।
ডিমগুলোর মধ্যে কিছু বড় আকারের এবং কিছু ছোট আকারের। এগুলো কোন প্রজাতির সাপের ডিম সে ব্যাপারে স্থানীয়রা নিশ্চিত করে কিছু বলতে পারেননি। তবে তারা ধারণা করছেন, এগুলো জাত বা গোখরা সাপের ডিম হতে পারে।
গ্রামবাসী জানায়, গাওঘরা গ্রামের আসাদুল ইসলাম রোববার গ্রামের মাঠে তার জমির আইলে থাকা একটি গাছ শ্রমিক দিয়ে কাটছিলেন। এসময় গাছের শেকড়ের নীচের দিকে কুড়ালের আঘাতে বড় আকারের একটি সাপ মারা যায়। পরে সেখানে বড় আকারে ৫৫টি এবং ছোট আকারের ৩০টি ডিম দেখা যায়। কুড়ালের আঘাতে কিছু ডিম ভেঙে যায়। ঘটনাটি শুনে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ইচ্ছেঘুড়ি ফাউন্ডেশনের কর্মকর্তারা বিষয়টি ঢাকার বণ্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিচালক জহির উদ্দিন আকন্দকে জানান।
তিনি সোমবার ঢাকা থেকে হাফিজুর রহমান নামে এক কর্মকর্তাকে পাঠান ডিমগুলো উদ্ধার করে নেয়ার জন্য। হাফিজুর রহমান ঘটনাস্থল থেকে ৪৫টি বড় আকারের এবং ১৫টি ছোট আকারের ডিম অক্ষত অবস্থায় উদ্ধার করেন। তিনি জানান, ইনকিউবেটরে এ ডিমগুলো থেকে বাচ্চা ফোটানো হবে।
ডিমগুলো উদ্ধারের সময় ঘটনাস্থলে যশোর সদর উপজেলার সামাজিক বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল খালেক, যশোর অঞ্চলের বন সংরক্ষক মোল্যা রেজাউল করিম, বেসরকারি সংস্থা গ্রিন ওয়ার্ল্ড এনভাইরনমেন্টের নির্বাহী পরিচালক আশিক মাহমুদ সবুজ প্রমুখ উপস্থিত ছিলেন।