সাতক্ষীরা জেলা শিক্ষক সমিতির আলোচনা সভায় শতভাগ উৎসব ভাতা প্রদান ও শিক্ষা জাতীয়করণের দাবী
নিজস্ব প্রতিনিধি :
২০২১-২০২২ অর্থ বছরে অর্থ বরাদ্ধ পূর্বক এমপিওভূক্ত শিক্ষক কর্মচারীদেরকে আগামী ঈদ-উল-আযহার আগে শতভাগ উৎসব ভাতা প্রদানের ব্যবস্থাকরণ এবং শিক্ষা জাতীয়করণের জন্য প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রী ও শিক্ষা সচিবের দৃষ্টি আকর্ষণ করে সাতক্ষীরা জেলা শিক্ষক সমিতির উদ্যেগে এক আলোচনা সভা মঙ্গলবার (১ জুন ২০২১) সকাল ১০ টায় সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সাতক্ষীরা জেলা শিক্ষক সমিতির সভাপতি মো: আব্দুর রাজ্জাক এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সংগঠনের সাধারন সম্পাদক মো: মোস্তাফিজুর রহমান। বক্তব্য রাখেন শিক্ষক সংগঠনের নেতা শিক্ষক পরিমল চন্দ্র গাঁতিদার, আনন্দ মোহন হালদার, মো: আব্দুল্যা, মো: বদিউজ্জামান খান, পরিমল কুমার দাস, মো: আরিফুল ইসলাম, এস এম হাফিজুর রহমান, মো: আব্দুল মোনায়েম, মো: এনামুল হক, বিশ^াস দুলাল কুমার, কামরুন নাহার, শেখ তহিরুজ্জামান, নাজমুল লায়লা, মো: মোমিনুল ইসলাম, নজিবুল ইসলাম, মো: আবুল বাসার, মো: আবুল বাসার, মো: হাফিজুর রহমান, মো: এবাদুল হক, মো: বাকি বিল্লাহ শাহী, মো: আসাদুজ্জামান, মো: সাইদুল। এসময় জেলা পর্যায়ের নেতৃবৃন্দ ও সকল উপজেলা কমিটির সভাপতি-সাধারন সম্পাদকসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বর্তমান সরকারের আমলে সরকারি শিক্ষক কর্মচারিদের সাথে বেসরকারি শিক্ষক কর্মচারিদের বেতন বৈষম্য কমিয়ে আনার ক্ষেত্রে বিভিন্ন ধরনের পদক্ষেপ এবং নন এমপিও ভূক্তদের বিভিন্ন অনুদান প্রদানের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেন নেতৃবৃন্দ। সাথে সাথে বে-সরকারি শিক্ষা জাতীয়করনের লক্ষে আগামী ঈদুল আযহার পূর্বে উৎসব ভাতা শতভাগ উন্নিত ও এক হাজার টাকার বাড়ি ভাড়া, ৫’শ টাকার চিকিৎসা ভাতার স্কেল ভিত্তিক পরিবর্তনসহ অবসর কল্যান সুবিধার সংস্কারের জন্য প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রী ও শিক্ষা সচিবের কাছে জোর দাবি জানান নেতৃবৃন্দ।