মলম পাটির গডফাদার সবুজ আটক

নিজস্ব প্রতিবেদক:
কখনও নাট্যঅভিনেতা   কখনও  ব্যাবসায়ী  কখনও বা সমাজসেবক । মানুষের বিপদে আপদে  সর্বদা নিয়োজিত যিনি  সারাদেশে বিচরন যার  । সদা হাসিমাখা মুখ নিয়ে ছুটে যান  অজ পাড়াগ্রায়ের দরিদ্র মানুষের কাছে।  তাই তো তিনি   গরীবের দানবীর   ।  কিন্তু কথায় আছে ”চোরের দশ দিন গিরস্থের একদিন”।  এত কিছুর পর শেষ রক্ষা হলনা তার   চুরির দায়ে জনতার হাতে উত্তম মধ্যম খেয়ে শেষ ঠিকনা  কারাগারে।  এতক্ষন বলছিলাম  সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা থানার মোজাহার আলী সরদারের ছেলে সবুজ সরদারের(৩২) কথা। নাটকের দৃশ্য দিয়ে মানুষকে বোকা   বানাতে গিয়ে নিজেকে    অবশেষ যেতে হল হাজতে ।  ঘটনাটি ঘটেছে খুলনা -সাতক্ষীর মহাসড়কের চুকনগর বাসস্ট্যান্ড সংলগ্ন এলকায়। প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার বিকালে এক গরুব্যাবসায়ীকে টার্গেট করে চেতনা নাশক ঔষধ খাইয়ে টাকা নিয়ে চম্পট দেওয়ার সময় তাকে আটক করা হয়। এসময় তাকে স্থানীয় জনতা উত্তম মধ্যম দিয়ে চেতনানাশক ঔষধ ও ৭৬,৯০০ / টাকা উদ্ধার করে ।  ঐ সময় উৎসুক জনতার ভিড় দেখে সেখানে ডিউটিরত ডুমুরিয়া থানা পুলিশের সদস্যগন তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
সাতক্ষীরা জেলার  গনেশপুর গ্রামের বাসিন্দা মিজানুর সরদার, আলমীগর হোসেন জনি, আফছার সরদার সহ অনেকে জানায়, বছর দশেক আগে  সবুজ  অভাবে তাড়নায় চলে যান রাজধানীতে। সেখানে গিয়ে সল্প বেতনে চাকুরি নেন এক প্রেস কোম্পানিতে। কিন্তু কিছুদিন যেতে না যেতেই আঙ্গুল ফুলে কলাগাছ হওয়া চিন্তায় নাম লেখান অপরাধ জগৎতে। যোগদেন নাম না জানা একটি মলমপাটির দলে।  তারপর একে একে গড়ে তোলে সারাদেশে অপরাধ জগৎতের নেটওয়ার্ক। তারপর বনে যান পাটির গডফাদার। বর্তমানে তিনি তার অপরাধ জগতের  কর্মকান্ড আড়াল করতে  এলাকায় এসে গোড়ে তোলেন একাধিক ব্যাবসায়ী প্রতিষ্ঠান। নতুন করে মানুষের মাঝে মিশতে দাড়িয়ে যান মেম্বর প্রার্থী হিসাবে। এরপর দানবির হিসাবে পরিচিত পেতে ছড়িয়ে যাচ্ছে অবৈধ অর্থ। তারা আরও জানান, সবুজ সরদারের রাজধানী ঢাকাস্থ তেজগাঁ থানা, হবিগঞ্জ জেলার থানা  সহ দেশের বিভিন্ন থানায় মামলা রয়েছে। ইতিপূর্বে বেশ কয়কবার হাজত বাস করেছে সে। বর্তমানে সে এলাকায় থেকে প্রশাসনকে অবৈধ টাকার জোরে ম্যানেজ করে তার অপরাধ জগতের কর্মকান্ড চালিয়ে যাচ্ছে।   আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানাই।
ডুমুরিয়া থানা উপ -পরিদর্শক শাহিনুর রহমান জানান, সবুজ সরদার নামে থানায় একজন আটক হয়েছে। তার কাছ থেকে কিছু চেতনানাশক  ঔষধ ও নগদ অর্থ জব্দ করা হয়েছে।
ডুমুরিয়া থানা  পরিদর্শক ওবায়দুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সবুজ সরদারকে জিজ্ঞাসাবাদ চলছে।  তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।  বিস্তারিত পরে জানান হবে।
Please follow and like us:
fb-share-icon
Tweet 20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial
error

Enjoy this blog? Please spread the word :)