আশাশুনি ১৮ পয়েন্টে ওভারফ্লো ও ভাঙ্গন রক্ষায় ইউপি চেয়ারম্যান তৎপর
জি এম মুজিবুর রহমান, আশাশুনি :
আশাশুনি সদর ইউনিয়নে ১১ স্থানে ওভারফ্লো ও ৭ স্থানে বেড়ীবাঁধ ভাঙ্গন রক্ষায় ইউপি চেয়ারম্যান প্রানপণ চেষ্টা করে যাচ্ছেন। ইতিমধ্যে কাজ শেষ করা সম্ভব হলেও দীর্ঘস্থায়ীত্বের লক্ষ্যে কাজ অব্যাহত রয়েছে।
গত ২৬ মে প্রলয়ঙ্করী ইয়াসের প্রভাবে আশাশুনি সদরের বিভিন্ন স্থানে পানি উন্নয়ন বোর্ডের বেড়ী বাঁধ ওভারফ্লো হয়ে ও বাঁধ ভেঙ্গে এলাকায় নদীর পানে প্রবেশ করে। পরবর্তী জোয়ারের সময় যাতে পুনরায় ওভারফ্লো ও ভাঙ্গনস্থান দিয়ে ভিতরে পানি ঢোকা রোধ করা যায় সেজন্য দ্রুততার সাথে কাজে ঝাপিয়ে পড়েন সদর ইউপি চেয়ারম্যান স ম সেলিম রেজা মিলনের নেতৃত্বে এলাকার সাধারণ মানুষ। তাহমিদ হোসেন ডেভিট ও মেম্বার বৃন্দের সহযোগিতা নিয়ে স্বল্প সময়ের নোটিশে মানিকখালী ফেরিঘাটসহ চর এলাকা, পূর্বের বিল গেট সংলগ্ন বেড়ী বাঁধ, বলাবাড়িয়া, নূরুল হকের ঘেরের কোনা এলাকা, বলাবাড়িায়া খেয়াঘাট এলাকা ও পাশের দু’টি স্থানে, মধ্যম বলাবাড়িয়া শংকরের বাড়ির কাছসহ ৩টি স্থানে, দঃ বলাবাড়িয়া বেড়ী বাঁধ এলাকায় মাটির কাজ করে ওভারফ্লো বন্ধ করা সম্ভব হয়। এছাড়া ২৭ মে থেকে উত্তর বলাবাড়িয়া ভাঙ্গন বিলে ৫টি পয়েন্টে, তালতলা বাধ সংলগ্ন ও কাটাখালের গোড়ায় মোট ৭টি পয়েন্টে ভাঙ্গন রোধে মাটির বস্তা ফেলা ও বাঁশের পাইলিং এর কাজ করা হয়। পাউবো’র সরবরাহকৃত ১৩ হাজার বস্তায় মাটি ভরে ভাঙ্গন স্থানে স্থাপন, ৫ শতাধিক বাঁশ নিজ অর্থে ক্রয় করে পাইলিং করে বাঁধ রক্ষা করার কাজ করা হয়। ইউপি চেয়ারম্যান স ম সেলিম রেজা মিলন জানান, ১১ স্থানে ওভারফ্লো বন্দ ও ৭ পয়েন্টে বাঁধ ভাঙ্গন রক্ষার্থে দু’সহস্রাধিক শ্রমিক (স্বেচ্ছাসেবক ও জন) কাজে লাগিয়ে দ্রুততার সাথে কাজ করার ফলে আমরা এলাকাকে আল্লাহর রহমতে রক্ষা করতে সক্ষম হয়েছি। কাজকে মজবুত করতে এখনো কাজ চালান হচ্ছে। তিনি এলাকাবাসীর সহযোগিতা ও দোয়া-আশীর্বাদ কামনা করেছেন।