আশাশুনিতে মাস্ক না পরার অপরাধে ৪ ব্যবসায়ীকে জরিমানা
জি এম মুজিবুর রহমান, আশাশুনি:
আশাশুনিতে করোনা ভাইরাসের ২য় ঢেউ এর হাত থেকে জনগণকে রক্ষার লক্ষ্যে মোবাইল কোর্ট পরিচালনা করে ৪ ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (১ জুন) বিকালে উপজেলার বুধহাটা বাজারে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এর নির্দেশে সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীন সুলতানা বুধহাটা বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করেন। এসময় স্বাস্থ্য বিধি অমান্য করে মাস্ক ব্যবহার না করার অপরাধে বাজারের শ্যামা গার্মেন্টসকে ১০০০ টাকা, আল্লাহর দান বস্ত্রালয়কে ১০০০ টাকা, আজমীর মোবাইল সেন্টারকে ১০০০ টাকা ও শ্রীগুরু বস্তালয়কে ১০০০ টাকা, সর্বমোট ৪০০০ টাকা জরিমানা আদায় করা হয়। সাথে সাথে ভবিষ্যতে স্বাস্থ্য বিধি অমান্য না করার জন্য ব্যবসায়ী ও জনসাধারণকে সচেনতন করা হয়।
Please follow and like us: