সাতক্ষীরা জেলা পরিষদের মালিকানাধীন গাছ বিক্রয়ের দরপত্র আহবান আম্ফানে ক্ষতিগ্রস্থ গাছ দীর্ঘদিন পড়ে থাকায় এবং অধিক মূল্য বৃদ্ধি হওয়ায় দরপত্রে অংশ নেয়নি ব্যবসায়ীরা
নিজস্ব প্রতিনিধি:
সাতক্ষীরা জেলা পরিষদের মালিকানাধীন গাছ বিক্রয়ের দরপত্র আহবান করা হয়েছে। সোমবার (৩১ মে) বিকাল ৩টায় সাতক্ষীরা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে দরপত্র দাতাদের সামনে দরপত্রের সিডিউল ওপেন করা হয়। এ দরপত্র যাচাই বাছাই কার্যক্রম পরিচালনা করেন সাতক্ষীরা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আহসান হাবিব, জেলা পরিষদের সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ¦ মো আল-ফেরদাউস আলফা, মনিরুল ইসলাম, মাহফুজা পারভীন রুবি, মো. মতিয়ার রহমান ও জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা এস.এম খলিলুর রহমান প্রমুখ। ১১টি প্যাকেজ’র ৩টি প্যাকেজের বিপরীতে ৬টি সিডিউল ড্র হয়েছে।
এতে সর্বোচ্চে দরদাতা আবুল হাশেম পাটকেলঘাটা ডাক বাংলো, সাতক্ষীরা জেলা পরিষদের সামনে রক্ষিত প্যাকেজ নং-১ এই প্যাকেজে সর্বোচ্চ দরদাতা ফরহাদ হোসেন হীরা, দেবহাটা ডাক বাংলো রক্ষিত ৭নং প্যাকেজে সর্বোচ্চ দরদাতা ফরহাদ হোসেন হীরা। আম্ফানে ক্ষতিগ্রস্থ গাছ দীর্ঘদিন পড়ে থাকায় জেলা বন বিভাগ থেকে যে মূল্য নির্ধারণ করে দিয়েছিল সেই কাঙ্খিত দরে ক্রয় করতে ব্যবসায়ীরা আগ্রহী নয়। কারণ গাছগুলি ব্যবহারের অযোগ্য হয়ে গেছে বলে ব্যবসায়ীরা ক্রয় করতে রাজী হয়নি। এর মধ্যে তিন জন সর্বোচ্চ দরদাতাদের আগামী কাল ৬লক্ষ ৯৬ হাজার টাকা জমা দিয়ে মালামাল বুঝে নেওয়ার আদেশ দেওয়া হয়েছে।
এসময় জেলা পরিষদের সদস্য ও কর্মকর্তা এবং পাটকেলঘাটা তালার ব্যবসায়ী আব্দুর রকিব, শহরের পলাশপোলের ব্যবসায়ী মো. মুকুল, শহরের ইটাগাছার ব্যবসায়ী মো. কামরুল ইসলাম উপস্থিত ছিলেন।