আজ রাতে আসছে ফাইজারের টিকা
নিউজ ডেস্কঃ
করোনা প্রতিরোধে কোভ্যাক্সের পক্ষ থেকে ফাইজারের ১ লাখ ৬২০ ডোজ টিকা আজ সোমবার রাতে দেশে পৌঁছাবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।
এর আগে, রোববার দুপুরে নিয়মিত করোনা বিষয়ক বুলেটিনে স্বাস্থ্য অধিদফতরের মুখপাত্র ও লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. রোবেদ আমিন জানিয়েছিলেন, কোভ্যাক্সের পক্ষ থেকে ফাইজারের ১ লাখ ৬২০ ডোজ টিকা আজ দেশে আসছে না।
স্বাস্থ্য অধিদফতর সূত্রে জানা গেছে, নির্দিষ্ট ফ্লাইটটি না পাওয়ায় টিকা আসার বিষয়টি নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছিল। তবে পরিবহন সমস্যা সমাধান হওয়ায় সোমবার রাতেই টিকাগুলো ঢাকায় পৌঁছাবে।
তারও আগে শনিবার বিকেলে অধিদফতরের ভ্যাকসিন ডেপ্লয়মেন্ট কমিটির সদস্য সচিব ডা. শামসুল হক জানিয়েছিলেন, কোভ্যাক্সের পক্ষ থেকে ফাইজারের ১ লাখ ৬২০ ডোজ টিকা রোববার রাত ১১টা ২০ মিনিটে কাতার এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দেশে পৌঁছাবে।
প্রসঙ্গত, গত ২৭ মে জরুরি ব্যবহারের জন্য ফাইজারের টিকা অনুমোদন দেয় সরকার। এর আগে ভারতের সেরাম ইনস্টিটিউটে তৈরি অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার কোভিশিল্ড, রাশিয়ার তৈরি স্পুৎনিক-ভি এবং চীনের সিনোফার্মের তৈরি টিকার অনুমোদন দেয়া হয়।