করোনার সংক্রমণ ৫ শতাংশের নিচে নামলে ১৩ জুন থেকে খুলে দেয়া হবে শিক্ষাপ্রতিষ্ঠান
নিউজ ডেস্কঃ
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ ৫ শতাংশের নিচে নামলে ১৩ জুন থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া হবে।
শনিবার জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ‘নাগরিক সমাজ ও জনতার প্রত্যাশা’ আয়োজিত আব্দুল মতিন খসরু’র স্মরণসভায় তিনি একথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান খোলার জন্য আমরা যে তারিখই নির্দিষ্ট করি না কেন, সেই সময়ের আগে করোনা পরিস্থিতি অনুকূলে না এলে আমরা মানুষের স্বাস্থ্যঝুঁকি নেব না। আমরা অনলাইন শিক্ষাব্যবস্থা চালু রেখেছি। যদিও তার সীমাবদ্ধতা আছে, তবে প্রচেষ্টা অব্যাহত রেখেছি।
তিনি আরো বলেন, আমরা শিক্ষাপ্রতিষ্ঠান দ্রুত খুলে দিতে চাই। আমাদের সব প্রস্তুতি আছে। অবশ্যই করোনা পরিস্থিতি আমাদের মাথায় রাখতে হবে। যখনই আমরা শিক্ষাপ্রতিষ্ঠান খুলি না কেন, আশা করছি দ্রুত সময়ের মধ্যে খুলতে পারব।
স্মরণসভায় অন্যান্যের মধ্যে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মতিয়া চৌধুরী, সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।