সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন সিনিয়র সাংবাদিক বুলু আহম্মেদ
কলারোয়া প্রতিনিধিঃ
কলারোয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক পৌরসদরের মুরারীকাটি গ্রামের সাংবাদিক বুলু আহম্মেদ (৫৭) সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন। ডায়াবেটিস ও কিডনি সমস্যাজনিত কারণে নিজ বাসভবনে শুক্রবার সন্ধ্যায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
তাঁর মৃত্যুর খবরে গ্রামসহ সাংবাদিক অঙ্গনে এক শোকের ছায়া নেমে এসেছে। তিনি স্ত্রী, ১ ছেলে, ১ মেয়ে, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। সাংবাদিক জীবনে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন তিনি। সাংবাদিক বুলু আহমেদ খুলনা থেকে প্রকাশিত দৈনিক অনির্বাণ পত্রিকার নির্বাহী সম্পাদক ছিলেন। কলারোয়া প্রেসক্লাবের সাংবাদিকরা মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন এবং তাঁর আত্মার মাগফেরাত কামনা করেছেন।
Please follow and like us: