কোভ্যাক্স থেকে ফাইজারের এক লাখের বেশি টিকা আসছে রোববার
নিউজ ডেস্কঃ
বিশ্বের নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোতে করোনাভাইরাসের টিকা সরবরাহে গঠিত বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্স থেকে আগামী রোববার ফাইজারের এক লাখের বেশি টিকা বাংলাদেশে আসছে। এদিন মধ্যরাতে টিকার প্রথম চালানটি ঢাকায় পৌঁছাবে।
এর আগে বৃহস্পতিবার বিকেলে করোনাভাইরাস প্রতিরোধে ফাইজারের টিকা জরুরি ব্যবহারের অনুমোদন দেয় ঔষধ প্রশাসন অধিদফতর। করোনা প্রতিরোধে এখন পর্যন্ত দেশে জরুরি ব্যবহারে চারটি টিকা অনুমোদন পেয়েছে।
অনুমোদন প্রাপ্ত টিকাগুলো হলো- যুক্তরাজ্যের অক্সফোর্ড-অ্যাস্ট্রেজেনেকার, রাশিয়ার স্পুটনিক ভি, চীনের সিনোফার্ম ও যুক্তরাষ্ট্রের ফাইজার।
বিষয়টি নিশ্চিত করেন ঔষধ প্রশাসন অধিদফতরের মহাপরিচালক মেজর জেনারেল মো. মাহবুবুর রহমান।
Please follow and like us: