শিক্ষামন্ত্রী:শিক্ষার্থীদের টিকা দেয়ার পর খুলবে বিশ্ববিদ্যালয়
নিউজ ডেস্ক:
আবাসিক হলের শতভাগ শিক্ষার্থীদের করোনার দুই ডোজ টিকা দেয়ার পরই বিশ্ববিদ্যালয়গুলো খুলে দেয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
বুধবার ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। এ সময় শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি আরেক দফা বাড়িয়ে ১২ জুন পর্যন্ত করার ঘোষণা দেন শিক্ষামন্ত্রী।
তিনি বলেন, দেশের যেসব পাবলিক বিশ্ববিদ্যালয়ে আবাসিক হল রয়েছে, সেখানে হলের শতভাগ শিক্ষার্থীকে দুই ডোজ টিকা দেয়ার পর বিশ্ববিদ্যালয় খুলে দেয়া হবে। তবে যেসব বিশ্ববিদ্যালয়ে হল নেই, সেগুলো আগামী ১৩ জুন থেকে খোলা হতে পারে।
শিক্ষামন্ত্রী বলেন, মে মাসে বিশ্ববিদ্যালয় খুলে দেয়ার কথা ছিল। খুলে দিতে হলে আবাসিক হলগুলোতে স্বাস্থ্যবিধি মানার বিষয়ে কিছু চ্যালেঞ্জ ছিল। সেজন্য টিকার বিষয়টি নিশ্চিত করতে চেয়েছি। স্বাস্থ্য মন্ত্রণালয়ে ২৫ জানুয়ারিতে ২ লাখ ৯৭ হাজার ৮৩৯ শিক্ষার্থী, ১৫ হাজার শিক্ষক এবং ৩২ হাজার কর্মচারীর জন্য টিকা চেয়ে চিঠি পাঠিয়েছিলাম। এছাড়া আরো কিছু তালিকা পাঠানো হয়েছে। মাঝখানে টিকার সংকটে তা নিশ্চিত করা যায়নি।
তিনি বলেন, এখন যেহেতু টিকা পাওয়া গেছে সেহেতু আবাসিক হলগুলোতে আবাসিক শিক্ষার্থীদেরকে নতুন টিকাদানের ক্ষেত্রে অগ্রাধিকার ভিত্তিতে ব্যবস্থা করতে যাচ্ছি।
দেশে করোনা শনাক্ত হওয়ার পর গত বছরের ১৭ মার্চ থেকে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ রয়েছে। কয়েক দফায় এই বন্ধের মেয়াদ বাড়ানো হয়। তবে অনেক প্রতিষ্ঠান অনলাইনে ক্লাস নিচ্ছে।