শেখ হাসিনার গাড়িবহরে হামলার মামলায় দন্ডিত সাতক্ষীরার ৭ আসামীর জামিন লাভ
নিজস্ব প্রতিনিধিঃ
২০০২ সালের ৩০ আগস্ট সাতক্ষীরার কলারোয়ায় তৎকালীন বিরোধীদলীয় নেতা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলার মামলায় দন্ডিত ৫০ আসামীর মধ্যে ৭ জন জামিন লাভ করেছেন।
আজ মঙ্গলবার হাইকোর্ট থেকে তারা জামিন লাভ করেন।
জামিনপ্রাপ্তরা হলেন, সাতক্ষীরা জেলা আইনজীবি সমিতির সাবেক সাধারণ সম্পাদক এ্যাড. আব্দুস সাত্তার, গোলাম রসুল, আব্দুস সামাদ, জহিরুল ইসলাম, আব্দুর রাকিব, শাহাবুদ্দিন ও মনিরুল ইসলাম।
এর আগে সোমবার বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ৫০ জনের মধ্যে ১৮ জনের জামিনের ওপর শুনানি শেষে আজ এই রায় দেওয়া হয়।
সরকারপক্ষে এই মামলা পরিচালনা করেন এটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন, অতিরিক্ত
এটর্নি জেনারেল এসএম মুনীর, ডেপুটি এটর্নি জেনারেল ইয়াহিয়া দুলাল ও সহকারী এটর্নি জেনারেল শাহীন মৃধা। অপরদিকে আসামীপক্ষে
ছিলেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ও গাজী মহসীন। উল্লেখ্য যে, সাতক্ষীরার কলারোয়ার একজন ধর্ষিতা মুক্তিযোদ্ধা পত্নীকে হাসপাতালে দেখে বিরোধীদলীয় নেতা শেখ হাসিনা তার গাড়িবহর নিয়ে মাগুরা যাচ্ছিলেন।
কলারোয়া বাজারে পৌছালে তার প্রাননাশ
চেষ্টায় হামলার ঘটনা ঘটে। এসময় গুলি ও বোমা বিস্ফোরনেরও অভিযোগ ওঠে।
এ সংক্রান্ত মামলায় কয়েকটি আদালত ঘুরে ২০২১ সালের ৪ ফেব্রুয়ারি সাতক্ষীরার চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ হুমায়ুন কবির মামলার প্রধান আসামী তালা-কলারোয়া আসনের সাবেক সংসদ সদস্য বিএনপি নেতা হাবিবুল ইসলাম হাবিব সহ ৫০ জনের বিভিন্ন মেয়াদে কারাদন্ড দেন। তারা সবাই কারাগারে আটক রয়েছেন। আজ মঙ্গলবার তাদের
মধ্যে ৭ জনের জামিন মঞ্জুর করেন আদালত।