লোকালয়ে এসে মারা গেল সুন্দরবনের হরিণ

নিউজ ডেস্ক:

বাগেরহাটের শরণখোলায় সুন্দরবন সংলগ্ন লোকালয় থেকে একটি মৃত হরিণ উদ্ধার করেছে বন বিভাগ। হরিণটির ওজন আনুমানিক ১৮-২০ কেজি।

সোমবার সকালে ওই উপজেলার ধানসাগর ইউনিয়নের পশ্চিম রাজাপুরে এ ঘটনা ঘটে।

পশ্চিম রাজাপুর ৬ নম্বর ওয়ার্ড মেম্বার মো. হুমায়ুন করিম সুমন জানান, গ্রামবাসী হরিণটিকে মাঠের মধ্যে পড়ে থাকতে দেখে বন বিভাগকে খবর দেয়। পরে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের ধান-সাগর স্টেশনের কর্মকর্তারা এসে মৃত হরিণটি উদ্ধার করেন।

বন বিভাগের ধান-সাগর স্টেশনের কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম জানান, খাবারের উদ্দেশ্যে পথ ভুলে হরিণটি লোকালয়ে ঢুকে পড়তে পারে। প্রাণীটির শরীরের পেছনের দিকে কামড়ের চিহ্ন দেখা গেছে। ধারণা করা হচ্ছে- লোকালয়ে ঢোকার পর কুকুরের আক্রমণে হরিণটির মৃত্যু হয়েছে।

Please follow and like us:
fb-share-icon
Tweet 20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial
error

Enjoy this blog? Please spread the word :)