প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে কেশবপুরে বন্যা আশ্রয় কেন্দ্রের উদ্বোধন
এস আর সাঈদ:
মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে ৩ কোটি ৩০ লাখ টাকা ব্যায়ে নির্মিত কেশবপুর উপজেলার এম, এম, গোবিন্দপুর মাধ্যমিক বিদ্যালয় বন্যা আশ্রয় কেন্দ্রের নবনির্মিত ভবন রবিবার সকালে উদ্বোধন করেছেন। উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেনের সভাপতিত্বে রবিবার সকালে ভবন উদ্ধোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা প্রশাসক মোঃ তমিজুল ইসলাম খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেশবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ইরুফা সুলতানা, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস এম রুহুল আমিন, কেশবপুর পৌর মেয়র রফিকুল ইসলাম, এএসপি সোয়েব আহম্মাদ খান, কেশবপুর থানা অফিসার ইনচার্জ বোরহান উদ্দীন, উপজেলা বাস্তবায়ন কর্মকর্তা রিজিবুল ইসলাম, সাগরদাঁড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক কাজী মুস্তাফিজুল ইসলাম মুক্ত, উপজেলা ভাইস চেয়ারম্যান নাছিমা সাদেক ও পলাশ মলিক, উপজেলা ছাত্রলীগের আহব্বায়ক কাজী আযহারুল ইসলাম মানিক প্রমুখ।