পটুয়াখালী উপকূলে ঘূর্ণিঝড় ‘যশ’র প্রভাব শুরু
নিউজ ডেস্ক:
পটুয়াখালী উপকূলে ঘূর্ণিঝড় ‘যশ’র প্রভাব পড়তে শুরু করেছে। রোববার রাতে জেলার বিভিন্ন স্থানে বজ্রপাতসহ বৃষ্টি শুরু হয়। এছাড়া পায়রা সমুদ্র বন্দরকে ১ নম্বর বিপদ সংকেত জারি করা হয়েছে। এতে উপকূলবাসী কিছুটা আতংকিত হয়ে পড়েছে।
জেলা আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, রোববার রাত ৮টার দিকে পটুয়াখালীর আকাশ হঠাৎ মেঘে ঢেকে যায়। রাত ৯টা থেকে বজ্রপাতসহ বৃষ্টি শুরু হয়। কোথাও ঝিরিঝিরি আবার কোথাও মাঝারি আকারের বৃষ্টি হয়েছে।
পটুয়াখালী আবহাওয়া অফিসের কর্মকর্তা মো. মাসুদ জানান,‘যশ’র প্রভাবে রাত সোয়া ৯টার দিকে পটুয়াখালীর বিভিন্ন স্থানে বৃষ্টি শুরু হয়। সমুদ্রে অবস্থান করা ট্রলারগুলোকে নিরাপদ স্থানে চলে যেতে বলা হয়েছে। পায়রা সমুদ্র বন্দরে ১ নম্বর বিপদ সংকেত জারি করা হয়েছে।
Please follow and like us: