১২০-১৬০ কিলোমিটার বেগে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় ‘যশ’
আন্তর্জাতিক ডেস্ক :
পশ্চিমঙ্গ উপকূলে বুধবার সকালে আছড়ে পড়তে পারে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘যশ’। এ ঘূর্ণিঝড়ের জেরে দক্ষিণ-পূর্ব রেল শাখায় ৭৮টি দূরপাল্লার ট্রেন বাতিল করেছে ভারতীয় রেল।
ভারতের আবহাওয়া বিভাগের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৬ মে বাংলা এবং ওড়িশা উপকূলে আছড়ে পড়ার সময় প্রতি ঘণ্টায় হাওয়ার গতিবেগ ১২০ থেকে ১৬০ কিলোমিটার পর্যন্ত থাকবে। ফলে এই ঘূর্ণিঝড় আম্ফানের থেকেও বিধ্বংসী হওয়ার আশঙ্কা উড়িয়ে দেয়া যাচ্ছে না। এ কারণে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে মে মাসের ২৫ থেকে ২৭ তারিখ পর্যন্ত ৭৮টি ট্রেন চলাচল বাতিল করেছে।
জানা গেছে, যশের শক্তি ঠিক কতটা হবে তা আর দু’একদিনের মধ্যেই জানিয়ে দিতে পারবেন আবহাওয়াবিদরা। ঘূর্ণিঝড়ে ক্ষয়ক্ষতি রুখতে এরইমধ্যে প্রস্তুতি নিচ্ছে প্রশাসন। বিভিন্ন বিপজ্জনক জায়গায় পৌঁছে গেছে কেন্দ্রীয় বাহিনীর একের পর এক দল।
সংবাদমাধ্যম বাংলা১৮ এর খবরে জানা গেছে,বাংলা ও ওড়িশার উপকূলে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড়। তাই এই দুই রাজ্যের মধ্যে ট্রেন চলাচল তিনদিনের জন্য বন্ধ থাকবে। বাংলা এবং ওড়িশা থেকে অন্যান্য রাজ্যগামী বিভিন্ন ট্রেনও বাতিল করা হয়েছে। বাদ পড়েছে দূরপাল্লার বেশকিছু ট্রেন। এর মধ্যে রয়েছে পূর্ব উপকূলীয় রেল, মধ্য, দক্ষিণ-পূর্ব, দক্ষিণ, উত্তর-পূর্ব সীমান্ত রেলের একাধিক ট্রেন। এর মধ্যে বেশিরভাগই হাওড়া শাখার ট্রেন।