বুধহাটায় মাছের ঘেরে বিষক্রিয়ায় আড়াই লক্ষ টাকার মাছ নিধন
জি এম মুজিবুর রহমান, আশাশুনি :
আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নে এক ইউপি সদস্যের মৎস্য ঘেরে বিষ দিয়ে আড়াই লক্ষাধিক টাকার মাছ নিধনের অভিযোগ পাওয়া গেছে। শরিবার (২২ মে) দিবাগত রাতে এ বিষক্রিয়ার ঘটনা ঘটে।
বুধহাটা ইউনিয়নের নওয়াপাড়া গ্রামের ইউপি সদস্য রবিউল ইসলাম নওয়াপাড়া বিলে সাড়ে ৮বিঘা জমিতে মৎস্য চাষ করে থাকেন। ঘেরে চালাই মাছের চাষ করা হয়। শনিবার দিবাগত রাতে কে বা কারা ঘেরের পানি বিষ (বিষটোপ) দিলে বিষক্রিয়ায় ঘেরে থাকা মাছ ছটফট করে মরতে শুরু করে। সকালে ঘেরের কর্মচারীরা মাছ মারা যেতে দেখে মেম্বারকে খবর দিলে দ্রুত জাল টেনে মাছ ধরা ও মটর দিয়ে পানি দিয়ে পানির অবস্থা পরিবর্তনের চেষ্টা চালান হয়। ততক্ষণে ঘেরে থাকা অনুমান ৬০ মন মাছ মারা যায়। যার আনুমানিক মূল্য আড়াই লক্ষাধিক টাকা। কিছু মাছ ধরে বাজারে নেওয়া হলেও পানির দামে বিক্রয় করতে হয়। ধারনা করা হচ্ছে শত্রুতামূলক ভাবে ঘেরের পানি বিষপোট দিয়ে মাছ নিধন করা হয়েছে। এব্যাপারে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থানপ পরির্দন করেছে। বিষক্রিয়ায় মারা যাওয়া মাছের কিছু পরীক্ষার জন্য উপজেলা মৎস্য দপ্তরে জমা দেওয়া হয়েছে।
উল্লেখ্য, গত বছরও একই ভাবে মেম্বার রবিউল ইসলামের মৎস্য ঘেরে বিষ প্রয়োড়গ করে মাছ নিধন করা হয়েছিল। এহেন অমানবিক কর্মকান্ডে এলাকাবাসীর মধ্যে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।