প্রতাপনগর মহিলা মাদ্রাসা-লঞ্চঘাট রাস্তার কাজ উদ্বোধন
জি এম মুজিবুর রহমান, আশাশুনি :
আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নে রাস্তার কাজের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে ইউপি চেয়ারম্যান কাজের উদ্বোধন করেন।
সুপার সাইক্লোন আম্পানে প্রতাপনগর ইউনিয়নের ৩নং ওয়ার্ডে (শ্রীপুর ও কুড়িকাহুনিয়া গ্রাম) ক্ষতিগ্রস্থ কুড়িকাহুনিয়া মহিলা মাদ্রাসা হতে ল ঘাটগামী রাস্তাটি খুবই জরাজীর্ণ হয়ে পড়েছিল। রাস্তাটি চলাচলের উপযোগী করার কাজের শুভ উদ্বোধন করেছেন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি, প্রতাপনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শেখ জাকির হোসেন। এসময় স্থানীয় বীর মুক্তিযোদ্ধাবৃন্দ ও প্রতাপনগর ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Please follow and like us: