অবশেষে যুদ্ধবিরতির ঘোষণা দিল ইসরায়েল
আন্তর্জাতিক ডেস্কঃ
ফিলিস্তিনের গাজা উপত্যকায় টানা ১১ দিন হত্যাযজ্ঞ চালিয়ে ইসরায়েল অবশেষে যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর অফিস থেকে গাজায় হামলা বন্ধের আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হয়। বৃহস্পতিবার রাতে এ খবর প্রকাশ করেছে ইসরায়েলের বেশ কয়েকটি গণমাধ্যম।
আনুষ্ঠানিক এ ঘোষণার আগে মিশরের মধ্যস্থতায় হামাস ও ইসলামী জিহাদের (পিআইজে) সঙ্গে ইসরায়েলের যুদ্ধবিরতিতে মত দিয়েছে বলে জানানো হয়। এছাড়া যুদ্ধবিরতির জন্য আন্তর্জাতিক মহল থেকেও বারবার অনুরোধ করা হচ্ছিল।
১০ মে থেকে শুরু হওয়া গাজায় ইসরায়েলি বিমান হামলায় এখন পর্যন্ত ২৩০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে ৬৫ শিশু রয়েছে। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজার বিশাল এলাকা। অন্যদিকে হামাসের রকেট হামলায় প্রাণ হারিয়েছে ১২ ইসরায়েলি।
গাজায় ইসরায়েলি বিমান হামলা ও হামাসের রকেট হামলা বন্ধে শুরু থেকে যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক শক্তিগুলোর চাপ বাড়ে। চলতি সপ্তাহে একটি যুদ্ধবিরতি চুক্তি হতে পারে বলে আভাস দিয়েছিল বাইডেন প্রশাসন।
সামরিক অভিযান বন্ধে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও হামাস নেতাদের চাপ দিতে কাজ করছে যুক্তরাষ্ট্রসহ মিসর, কাতার ও বেশ কয়েকটি ইউরোপীয় দেশ। তবে ফিলিস্তিনের ইসলামি জিহাদ আন্দোলনকে অনিশ্চিত অবস্থায় রেখে দেয়া হচ্ছে। যদিও তারা উত্তেজনা উসকে দিতে পারে বলে উদ্বেগ রয়েছে।
সূত্র : আল-জাজিরা, জেরুজালেম পোস্ট