নোবলের ফেসবুক পোস্টের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে পুলিশ
বিনোদন ডেস্ক:
ভারতের একটি রিয়েলিটি মিউজিক শো থেকে আলোচনায় উঠে আসেন মাইনুল আহসান নোবেল। এরপর তাকে নিয়ে মিউজিক ভক্তদের আগ্রহের কমতি ছিল না। তবে অল্পদিনেই তাকে ঘিরে তৈরি হয় নানা আলোচনা-সমালোচনা। কেননা দেশের অনেক ‘আইকন’দের হেয় করে বিভিন্ন কথা বলেন নোবেল।
বৃহস্পতিবার (১৩ মে) সেই ঘটনার আবারো পুনরাবৃত্তি হলো। নোবেলে নিজের ফেসবুকে গায়ক জেমসকে (ফারুক মাহফুজ আনাম) হেয় করে বেশ কয়েকটি পোস্ট দিয়েছিলেন। পোস্ট দেয়া হয় গীতিকার-সুরকার ইথুন বাবুকে নিয়েও।
পোস্টগুলো দেখে নোবেলের সমালোচনার পাশাপাশি তিনি নিজে এগুলো লিখছেন, না-কি অন্য কেউ লিখেছেন তা নিয়ে শুরু হয় জল্পনা। বিষয়টি নিয়ে সমালোচনার ঝড়ের মধ্যে দিন শেষে গায়ক নোবেল নিজের ‘সাফাই’ দিয়ে জানান, তিনি হ্যাকিংয়ের শিকার হয়েছেন।
এখানে শেষ নয়, এই প্রসঙ্গে মন্তব্য জানতে চাওয়া হলে বেসরকারি টেলিভিশন চ্যানেল সময় টিভির অনলাইন সংস্করণের এক সাংবাদিককে অপহরণের হুমকি দেন এই সমালোচিত গায়ক। এই কাণ্ডে সময় টিভি কর্তৃপক্ষ সাধারণ ডায়েরি করলে সাংবাদিকদের নিয়ে বিতর্কিত পোস্ট দিয়ে পরে অবশ্য ক্ষমা চান নোবেল। এ ছাড়া ব্যান্ডতারকা জেমসের কাছে ফেসবুকে ক্ষমা চেয়েছেন নোবেল।
তবে নোবেলের এমন ক্ষমা চাওয়ার ঘটনা আগেও হয়েছে। এবার বিশ্বাসযোগ্য ও স্থায়ী সমাধানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে বাংলাদেশ পুলিশ।
ঢাকা মহানগর পুলিশের সাইবার অপরাধ তদন্ত বিভাগের (সিটিটিসি) অতিরিক্ত উপপুলিশ কমিশনার নাজমুল ইসলাম এক ফেসবুক স্ট্যাটসে জানিয়েছেন, গায়ক নোবেল ও তার ভেরিফাইড পেজের আপত্তিকর ও অনভিপ্রেত পোস্ট নিয়ে আমরা ইতোমধ্যেই অবগত। বাংলাদেশের প্রচলিত আইন মোতাবেক ও সংক্ষুব্ধ (Aggrieved) ব্যক্তি বা ব্যক্তিবর্গের সঙ্গে মতামত, সম্মতি ও পরামর্শক্রমে এই বিষয়ের একটা বিশ্বাসযোগ্য ও স্থায়ী সামধানের জন্য আমরা আইনের আলোকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছি।
এদিকে নোবেলের এমন উগ্র ব্যবহারের কারণে তার সঙ্গে করা ২২ গানের চুক্তি বাতিল করা হয়েছে। পাশাপাশি একাধিক সিনেমার প্লেব্যাক থেকে বাদও পরেছেন তিনি।