কলারোয়ায় দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ কর্মশালা
কামরুল হাসানঃ
কলারোয়ায় দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ‘কৃষিই সমৃদ্ধি’ এই স্লোগানকে সামনে রেখে বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলা কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২০-২১’অর্থ বছরে কন্দাল ফসল উৎপাদন প্রকল্পের আওতায় দিনব্যাপী অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা উপ-পরিচালক নূরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল।
উপজেলা কৃষি অফিসার রফিকুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইমরান হোসেন, মাঠ পর্যায়ের উপ-পরিদর্শক আলহাজ্ব আবুল হাসানসহ প্রশিক্ষনার্থী কৃষকগণ। সব শেষে প্রশিক্ষণার্থীদের হাতে সম্মানী ভাতাসহ সনদ পত্র তুলে দেয়া হয়।
উল্লেখ্য, ওই কর্মশালায় পৌর সভার ১০ জন কৃষাণীসহ ৩০ জন ও হেলাতলা ইউনিয়নের ১০ জন কৃষাণীসহ ৩০ জন মোট ৬০ জন কৃষক প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। অনুরূপভাবে বৃহস্পতিবার বিকালে কেরালকাতা ও কুশোডাঙ্গা ইউনিয়নের ভ্যেনুতে একই অনুপাতে ৬০ জন কৃষক- কৃষাণী প্রশিক্ষণ গ্রহণ করেছেন বলে জানা যায়।
Please follow and like us: