ফিলিস্তিনে ইসরাইলি গণহত্যার প্রতিবাদে সাতক্ষীরায় জাসদের বিক্ষোভ সমাবেশ
সংবাদ বিজ্ঞপ্তি:
ফিলিস্তিনি নিরস্ত্র জনগণের উপর ইসরাইলি নির্বিচার বোমা হামলা ও গণহত্যা এবং ফিলিস্তিনে ইসরাইলি জবরদখলের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ সাতক্ষীরার তালা উপজেলা শাখা। বুধবার (১৯ মে) বিকাল ৪টায় পাটকেলঘাটার পাঁচ রাস্তার মোড়স্থ শহীদ স.ম আলাউদ্দিন চত্ত্বরে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে তালা উপজেলা জাসদের সভাপতি বিশ^াস আবুল কাশেমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা জাসদের সভাপতি শেখ ওবায়েদুস সুলতান বাবলু।
সমাবেশে শেখ ওবায়েদুস সুলতান বাবলু ফিলিস্তিনে নিরীহ জনগণের উপর ইসরাইলি হামলা ও গণহত্যা এবং ফিলিস্তিনে ভূমি দখল ও সম্প্রসারণ বন্ধে দ্রুত পদক্ষেপ গ্রহণ এবং জাতিসংঘ প্রস্তাব অনুযায়ী অবিলম্বে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহবান জানান।
তিনি ফিলিস্তিনিদের উপর ইসরাইলি গণহত্যার বিষয়ে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলির ন্যাক্কারজনক সাফাই গাওয়ার তীব্র নিন্দা জ্ঞাপন করে ফিলিস্তিনিদের মুক্তির সংগ্রামের প্রতি জাসদের সংহতি ব্যক্ত করেন।
বিক্ষোভ সমাবেশে সাতক্ষীরা জেলা জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ জাকির হোসেনের স ালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা জাসদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক প্রশান্ত দাস, সরুলিয়া ইউনিয়ন জাসদের সাধারণ সম্পাদক আবু মুসা, কুমিরা উপজেলা জাসদের সভাপতি শেখ নুরুল হক, তালা উপজেলা জাসদের সদস্য ইয়াকুব গাইন, সরদার মোসলেম উদ্দীন, মোস্তফা সারোয়ার মিঠু প্রমুখ।