এড. শাহ আলমের বিরুদ্ধে মিথ্যা মামলায় জাসদের নিন্দা
সংবাদ বিজ্ঞপ্তি:
সাতক্ষীরা জেলা আইনজীবি সমিতির সাবেক সভাপতি এড. শাহ আলমের বিরুদ্ধে মিথ্যা ও হয়রাণিমূলক মামলা করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সাতক্ষীরা জেলা জাসদ। বিবৃতিতে নেতৃবৃন্দ মামলা যাচাই-বাচাই না করেই একজন সম্মানী ব্যক্তিকে গ্রেফতার করায় পুলিশের ভূমিকাকে ‘প্রশ্নবিদ্ধ’ বলে উল্লেখ করেছে। একই সাথে এড. শাহ আলমকে জামিনে মুক্তি দেওয়ায় বিজ্ঞ আদালতকে ধন্যবাদ জ্ঞাপন করেছে।
বিবৃতিদাতারা হলেন, জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের সাতক্ষীরা জেলা শাখার সভাপতি শেখ ওবায়েদুস সুলতান বাবলু, সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ আশেক-ই-এলাহী, সদস্য বীর মুক্তিযোদ্ধা কাজী রিয়াজ, সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন লস্কর শেলী, সাংগঠনিক সম্পাদক আমির হোসেন খান চৌধুরী, দপ্তর সম্পাদক তৌহিদুর রহমান লস্কর, সমাজসেবা সম্পাদক জান্নাতুল ফেরদৌস বীনা, মহিলা বিষয়ক সম্পাদক পাপিয়া আহমেদ, তালা উপজেলা জাসদের সভাপতি বিশ্বাস আবুল কাশেম, সাধারণ সম্পাদক ফারুক হোসেন, কলারোয়া উপজেলার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুর রাজ্জাক, দেবহাটা উপজেলার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুল হামিদ, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবদুল ওহাব, আশাশুনি উপজেলার আহবায়ক মো. সুরাত উজ্জামান, সদস্য সচিব সাইদুল ইসলাম রুবেল, কালিগঞ্জ উপজেলা জাসদের সভাপতি শেখ মোদাচ্ছের হোসেন জান্টু, সাধারণ সম্পাদক আবদুর রাজ্জাক, শ্যামনগর উপজেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ হারুন অর রশিদ, সাধারণ সম্পাদক এসএম কামরুজ্জামান, যুব জোটের সাধারণ সম্পাদক মিলন ঘোষাল, বাংলাদেশ ছাত্রলীগ (জাসদ) সভাপতি এসএম আবদুল আলীম, সাধারণ সম্পাদক মো. তারিকুজ্জামান তারিক প্রমুখ।