হামাসের আক্রমণে ইসরায়েলে নিহত ২, সেনাসহ আহত অনেকে
অনলাইন ডেস্ক:
ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের ছোড়া ঝাঁকে ঝাঁকে গোলার আঘাতে ইসরায়েলে অন্তত দুজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। এদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক। খবর জেরুজালেম পোস্টের।
ইসরায়েলি গণমাধ্যম সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে গাজা সীমান্ত থেকে অর্ধ-শতাধিক মর্টার নিক্ষেপ করেছে হামাস। এতে ইসরায়েলের এশকোল অঞ্চলে দুজন নিহত হয়েছেন।
এছাড়াও ফিলিস্তিনি যোদ্ধাদের ছোড়া গোলার আঘাতে গুরুতর আহত হয়েছেন এক ইসরায়েলি সেনাও। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, ফিলিস্তিনিদের রকেট হামলা কিছুটা কমলেও মর্টার হামলা বেড়েছে। মঙ্গলবার গাজা সীমান্ত থেকে ইসরায়েলের আশদুদ, আশকেলন ও বীরশেবা অঞ্চল লক্ষ্য করে কয়েক ডজন রকেট ছুড়েছেন ফিলিস্তিনি যোদ্ধারা।
আল জাজিরা জানিয়েছে, মঙ্গলবার টানা নবম দিনের মতো ফিলিস্তিনিদের ওপর বোমাবর্ষণ অব্যাহত রেখেছে দখলদার ইসরায়েলিরা। এর জবাবে ফিলিস্তিনি যোদ্ধাদের পাল্টা হামলায় ইসরায়েলে এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১২ জনে, আহত হয়েছেন তিনশ’র বেশি।
জেরুজালেমে মুসলিমদের আল আকসা মসজিদে নামাজ পড়াকে কেন্দ্র করে প্রতিবেশী দুই দেশ ইসরায়েল ও ফিলিস্তিনিদের মধ্যে সংঘাত নবম দিনে গড়িয়েছে।