শ্যামনগরে পূর্ব শত্রুতার জের ধরে নারীর উপরে হামলা হাসপাতালে চিকিৎসাধীন
শ্যামনগর প্রতিনিধিঃ
শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের পূর্ব শত্রুতার জের ধরে এক নারীকে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে। আহত অবস্থায় বংশীপুর গ্রামের নুর আলীর স্ত্রী ছালেহা বেগম (৩৮) শ্যামনগর হাসপাতালে চিকিৎসাধীন। শ্যামনগর থানায় মামলার প্রস্তুতি চলছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের বংশীপুর উত্তর পাড়ায় এ ঘটনা ঘটে।
আহতের স্বামী নুর আলী গাজী অভিযোগে বলেন, পূর্ব শত্রুতার জের ধরে পরিকল্পিত ভাবে ১৭ ই মে সোমবার সকাল ১০ টার দিকে , বংশীপুর গ্রামের মৃত তাজের গাজীর পুত্র আফছার গাজী, একই গ্রামের আব্দুর রহমান গাজী, আবু রায়হান গাজী সহ ৭ থেকে ৯ জন আমার বসত বাড়িতে প্রবেশ করে আমার স্ত্রীকে হত্যার উদ্দেশ্যে হামলা করে। এবং বেধড়ক মারপিট করে সংজ্ঞাহীন হয়ে পড়লে আমার ঘরে প্রবেশ করে মূল্যবান সম্পদ ও আসবাবপত্র ছড়িয়ে-ছিটিয়ে’র তছনছ করে। এবং আমার স্বর্ণালংকার নগদ টাকা আত্মসাৎ করে। স্থানীয়রা আমাকে সংবাদ দিলে আমি দ্রুত বাড়িতে যে আমার স্ত্রীকে নিয়ে শ্যামনগর হাসপাতালে আসি।
শ্যামনগর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা জানান, আহত সালেহা বেগমের মাথা সহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে, মাথায় কাটা স্থানের চিকিৎসা দেয়া হয়েছে।