আশাশুনিতে মোবাইল কোর্টে মাংস ব্যবসায়ীর জরিমানা
জি এম মুজিবুর রহমান, আশাশুনি:
আশাশুনি উপজেলার বুধহাটা বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করে দু’ মাংস ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (১৮ মে) সকালে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
বুধহাটা বাজারসহ বিভিন্ন হাট-বাজারে নিত্য প্রয়োজনীয়সহ বিভিন্ন মালামাল বাজার দরের চেয়ে অতিরিক্ত ও কোন কোন ক্ষেত্রে বিশেষ পার্বনে চাহিদার কারনকে হাতিয়ার করে অতিরিক্ত মূল্যে মালামাল বিক্রয়ের অভিযোগ রয়েছে। এনিয়ে পত্রপত্রিকায় ও সোস্যাল মিডিয়ায় গত কয়েকদিন যাবৎ খবর ও তথ্য প্রকাশ হয়ে আসছিল। পাঠক প্রতিক্রিয়াও ছিল চোখে পড়ার মত। প্রশাসনিক পদক্ষেপ গ্রহনের দাবীও ছিল জোরালো। সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীন সুলতানা বাজারে মোবাইল কোর্ট পরিচালনাকালে মাংস ব্যবসায়ী মইনুর রহমানকে ১০০০ টাকা ও সেলিম হোসেনকে ১০০০ টাকা জরিমানা করেন।
মোবাইল কোর্টের খবরে বাজারের ক্রেতা সাধারণের মধ্যে স্বত্তি ফিরেছে। তাদের প্রত্যাশা উপজেলার সকল বাজারে পণ্যমূল্য অতিরিক্ত বাড়িয়ে সাধারণ মানুষকে ব্যবসায়ীরা জিম্মি করে তুলছে। এব্যাপারে কঠোর পদক্ষেপ নেওয়া হোক।