কলারোয়ায় বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস পালিত
কামরুল হাসানঃ
কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ‘বিশ্ব উচ্চ রক্তচাপ’ দিবস পালিত হয়েছে৷ স্বাস্থ্য অধিদপ্তরের নন কমিউনিকেবল ডিজিজ কন্ট্রোল প্রোগ্রামের আয়োজনে সোমবার সকাল ১০ টায় এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
‘আপনার রক্তচাপ জানুন, নিয়ন্ত্রণে রাখুন এবং সুস্থ জীবন উপভোগ করুন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (UH&FPO) ডাক্তার জিয়াউর রহমান।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (RMO) ডাক্তার শফিকুল ইসলাম, রিসোর্স পার্সন মেডিকেল অফিসার ডাক্তার তানভির ছিদ্দিকী, মেডিকেল অফিসার গাজী আশিক বাহার, মেডিকেল অফিসার ডাক্তার ইয়াসনা কিবরিয়া, ডাক্তার সোনিয়া খাতুন, ডাক্তার মাকসুদা খাতুন, স্বাস্থ্য কমপ্লেক্সের নজরুল ইসলাম, আবুল কালামসহ নার্স ও স্বাস্থ্য কমপ্লেক্সের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীগণ।