জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতিসহ ৫ জনের নামে মামলা
ডেস্ক রিপোর্টঃ
সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির সদ্য সাবেক সভাপতি এড. এম শাহ আলমসহ ৫ জনের নামে ডিজিটাল নিরাপত্তা আইনে আরো একটি মামলা দায়ের করা হয়েছে। বারের সভাপতি কতৃক টাউট ঘোষিত মোঃ লিয়াকত আলী এই মামলাটি দায়ের করেন। মামলার অপর আসামীরা হলেন, এড. সিরাজুল ইসলাম (৫), এড. তারিফ ইকবাল অপু, এড মোঃ শাহেদুজ্জামান শাহেদ ও এড. ফুয়াদ হাবিব টিটন।
বাদী মোঃ লিয়াকত আলী তার এজাহারে উল্লেখ করেছেন তিনি একজন শিক্ষানবীশ আইনজীবী। তিনি সাতক্ষীরা ল কলেজ হতে ২০১২ সালে এলএলবি পাশ করেন। ২০১৪ সালে বাংলাদেশ বার কাউন্সিলে এডভোকেটশীপ হিসেবে অন্তভুক্ত হওয়ার জন্য ৪৬৭৯/১৪ নং রেজিষ্ট্রেশন করেন।
তিনি লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করে বাংলাদেশ বার কাউন্সিল এর নীতিমালার অলোকে শিক্ষানবীশ আইনজীবী হিসেবে সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতিতে যাতায়াতের জন্য ৯ এপ্রিল ২০১৭ তারিখে সাবেক সভাপতি এড. আব্দুল মজিদের নিকট হতে শিক্ষানবীশ আইনজীবী পরিচয়পত্র গ্রহণ করেন।
গত ৬ অক্টোবর ২০২০ তারিখ সকাল অনুমান ৯ টার সময় মোঃ লিয়াকত আলী নিজে বাদী মামলা নং দেওয়ানী ২৯/১৯ তদবীরের জন্য সাতক্ষীরা জজ কোর্টে আসেন। এ সময় এজাহার নামীয় আসামীসহ আরো অনেকে বাদী লিয়াকত আলীকে জোরপুর্বক ধরে নিয়ে এম শাহ আলমের ১নং ভবনের ৩য় তলায় ৬নং রুমে জিম্মি করে রাখেন। অন্যান্য আসামীরা মারপিট করে।
বাদীর গলায় নেমপ্লেট দিয়ে প্রচার করে লিয়াকত আইনীজীবী না সে টাউট এবং আসামীদের সহযোগীতায় এম শাহ আলম নিজের ফেসবুক আইডি থেকে প্রচার ও প্রকাশ করে। তাতে লিয়াকতের মান-সম্মান, ভাবমুর্তি নষ্ট হয়। সমাজে হেয় প্রতিপন্ন হয়।
উক্ত মামলায় ৪ জন স্বাক্ষী ঘটনা দেখে ও শোনে। উক্ত ঘটনায় লিয়াকত ১২ মে সাতক্ষীরা সদর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে এজাহার দায়ের করে। সাতক্ষীরা সদর থানা মামলা নং ২৮, জিআর মামলা নং ৩২৪/২১ তারিখ ১৩ মে ২০২১।