গাজায় ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ৬৫
আন্তর্জাতিক ডেস্ক :
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় বিমান হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি সেনারা। সোমবার থেকে টানা এ হামলায় ৬৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে শিশু রয়েছে ১৬ জন। ৮৬ শিশু ও ৩৯ নারীসহ গুরুতর আহত হয়েছেন আরো ৩৬৫ জন। গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা।
এদিকে, অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর হাতে নিহত হয়েছেন তিনজন ফিলিস্তিনি। আহত হয়েছেন আরো ৩৩৫ জন। এ তথ্য নিশ্চিত করেছে গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ। গাজার পুলিশ সদর দফতর ও নিরাপত্তা ভবনেও বোমা হামলা চালিয়েছে ইসরায়েলি দখলদার বাহিনী।
অপরদিকে, ইসরায়েলকে লক্ষ্য করে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখার রকেট হামলায় শিশুসহ ছয়জন ইসরায়েলি নিহত হয়েছেন। এর মধ্যে একজন ইসরায়েলি সৈন্য রয়েছেন। এছাড়া হামাসের হামলায় ১০০ জন আহত হয়েছেন। ইসরায়েলের বিভিন্ন স্থানে গাজা প্রায় দেড় হাজার রকেট হামলা চালিয়েছে বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের আরব-সংখ্যাগরিষ্ঠ লড শহরে অবস্থিত আল-নূর মসজিদে হামলা চালিয়েছে ইসরায়েলিরা। এই শহরে জরুরি অবস্থা জারি করেছে ইসরায়েল সরকার। লড শহরে থাকা ৭৭ হাজার জনগণের মধ্যে এক-তৃতীয়াংশ ফিলিস্তিনি।
অবিলম্বে ফিলিস্তিনে সব ধরনের দমনমূলক কার্যক্রম থেকে সরে আসার আহ্বান জানিয়েছে রাশিয়া। আর জানমালের ক্ষয়ক্ষতি থেকে বিরত থাকতে দেশটির প্রতি আহ্বান জানিয়েছে চীন।
গত ১০ মে স্থানীয় সময় সন্ধ্যার দিকে গাজা উপত্যকায় সিরিজ বিমান হামলা চালায় ইসরায়েলি দখলদার বাহিনী। হামলার প্রথম দিনে তিন শিশুসহ ২০ জন নিহত হন। দ্বিতীয় দিনে তা বেড়ে ২৮ জনে দাঁড়ায়। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে জানিয়েছে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম।