গাজায় রকেট হামলা:বিমানবন্দর বন্ধ ঘোষণা
আন্তর্জাতিক ডেস্ক:
টানা তিনদিন ধরে ফিলিস্তিনের ভূখণ্ড গাজায় হামলা চালাচ্ছে ইসরায়েলি সেনাবাহিনী। মঙ্গলবারও একাধিকবার বিমান হামলা চালিয়েছে তারা। এতে এ পর্যন্ত ২৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন সাত শতাধিক।
এরই মধ্যে ইসরায়েলের দ্বিতীয় বৃহত্তম শহর তেল আবিবে একের পর এক রকেট হামলা চালিয়েছে স্বাধীনতার সপক্ষের সংগঠন হামাস। সেখানে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। শহরটিতে বেজেছে সাইরেন।
কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা জানিয়েছে, রকেট হামলার ঘটনায় ইসরাইলের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর বেন গুরিওন বন্ধ করে দেয়া হয়েছে। বিমানবন্দরটি তেল আবিবের পাশেই অবস্থিত।
অ্যাসোসিয়েট প্রেসের (এপি) খবরে বলা হয়েছে, হামাসের কয়েক শতাধিক রকেট হামলায় ইসরাইলেরর দক্ষিণাঞ্চলের আশখেলন শহরে দুই নারী নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরো ১০ জন।
পাল্টা হামলার বিষয়ে হামাসের সশস্ত্র শাখা আল-কাসেম ব্রিগেডস বলেছে, গাজায় ইসরাইলের বিমান হামলায় ১২ তলা ভবন ধ্বংস হয়ে গেছে। এ হামলার প্রতিশোধ নিতে তেল আবিবের দিকে ১৩০টি রকেট নিক্ষেপ করেছে তারা।
হামাসের রকেট হামলার পর মঙ্গলবারও অবরুদ্ধ গাজা উপত্যকায় বোমা হামলা চালায় ইসরায়েলি সেনারা। গত সোমবার থেকে ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি দখলদার বাহিনী বিমান হামলা চালায়। সেই হামলা এখনো অব্যাহত রয়েছে।