সাতক্ষীরায় মুনজুরের ভুল নম্বরে চলে যাওয়া টাকা ফেরত দিলেন পুলিশ
বিশেষ প্রতিনিধিঃ
বিকাশে ভুল নম্বরে চলে যাওয়া টাকা উদ্ধার করে ফেরত দিলেন সদর থানা পুলিশ।
মঙ্গলবার (১১মে) বিকালে সাতক্ষীরা সদর থানার ওসি মো. দেলোয়ার হুসেন নাটোর থেকে ফিরিয়ে আনা ১৫ হাজার টাকা সাতক্ষীরা পুরাতন হাটখোলার রেশমা টেলিকমের মালিক মো. মনজুর হোসেনের হাতে তুলে দেন।
যানাযায়, সাতক্ষীরা পুরাতন হাটখোলার রেশমা টেলিকমের মালিক মো. মনজুর হোসেন বিকাশের মাধ্যমে গত ০৬মে রাতে ঢাকায় এসডি ক্যাবেল মালিকের কাছে ১৫ হাজার টাকা পাঠানোর সময় একটি ডিজিট ভুল হয়ে যায়। এবং নাটোরের সিংড়া উপজেলায় এক ব্যক্তির নম্বরে চলে য়ায় । রেশমা টেলিকমের মালিক চলে যাওয়া টাকা তাদের কাছে ফেরত চাইলে টাকা দিতে অস্বীকার করেন। টাকা ফেরত নিতে ব্যার্থ হয়ে সাতক্ষীরা সদর থানায় ৮ মে একটি লিখিত অভিযোগ করেন।
সাতক্ষীরা সদর থানার ওসি মো.দেলোয়ার হুসেন জানান, ৮ মে একটি অভিযোগ পেয়ে তদন্তের নিদেশ দেই এবং ঘটনা সত্যতার নিশ্চিত হয়ে টাকা উদ্ধারের জন্য কাজ শুরু করেন পুলিশের একটি দল।সদর ফাঁড়ির ইনেসপেক্টর মো. জাহাঙ্গীর হোসেন বিভিন্ন কৌশলে সেই টাকা উদ্ধার করতে সক্ষম হন। এবং উদ্ধারকৃত টাকা বিকাশ দোকানদারকে ফেরত দেই।
Please follow and like us: