সারাদেশে ভারী বর্ষণ ও ঝড়ো হাওয়ার সম্ভাবনা
নিউজ ডেস্কঃ
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে আজ ভারী বর্ষণ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এছাড়া কোথাও কোথাও ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
মঙ্গলবার সকাল ৯টা পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
এতে বলা হয়েছে, ঢাকা, ময়মনসিংহ, রংপুর, রাজশাহী ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
একই সঙ্গে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে।
সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
এদিকে রাজধানীতে মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে শুরু হয়ে প্রায় দেড় ঘণ্টা পর্যন্ত ঝড়ো হাওয়াসহ বৃষ্টিপাত হয়েছে। সঙ্গে মেঘের গর্জনও ছিল।
Please follow and like us: