করোনায় বিপর্যস্ত ভারতে শনাক্ত কমলেও বেড়েছে মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক :

ভারতে মহামারি করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো ৩ হাজার ৮৭৬ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে ভাইরাসটিতে শনাক্ত হয়েছে ৩ লাখ ২৯ হাজার ৯৪২ জন।

এর আগের ২৪ ঘণ্টায় ভারতে করোনা আক্রান্ত হয়ে মারা যান ৩ হাজার ৭৫৪ জন এবং করোনা শনাক্ত হয় ৩ লাখ ৬৬ হাজার ১৬১ জনের। সে হিসেবে সোমবার ভারতে করোনা শনাক্ত কমলেও মৃত্যু বেড়েছে।

মঙ্গলবার সকালে দেশটির স্বাস্থ্য অধিদফতরের প্রতিবেদনের বরাত দিয়ে এনডিটিভি এ তথ্য জানিয়েছে।

এদিন সকাল সাড়ে ৮টায় আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে জানা গেছে, এ পর্যন্ত ভারতে করোনা রোগী শনাক্ত হয়েছে ২ কোটি ২৯ লাখ ৯১ হাজার ৯২৭ জন। আর মারা গেছেন ২ লাখ ৫০ হাজার ২৫ জন।

ভারতে প্রতিদিনই সংক্রমণ ও মৃত্যুর রেকর্ডের ফলে প্রচণ্ড অক্সিজেন সংকটে মৃত্যু হয়েছে বহু মানুষের। মর্গ ও শ্মশানে ভিড় পড়ে গেছে। শ্মশানে জায়গার সংকুলান না হওয়ায় দিল্লিসহ কয়েক রাজ্যে গণচিতা তৈরি করা হয়েছে। খোঁড়া হচ্ছে গণকবর এবং মরদেহ পোড়াতে বানানো হয়েছে অস্থায়ী শ্মশান। জাত-ধর্ম ভুলে মৃতদেহ সৎকারে সহযোগিতা করছে মুসলিমরাও।

Please follow and like us:
fb-share-icon
Tweet 20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial
error

Enjoy this blog? Please spread the word :)