আশাশুনিতে সাদে জামা নেড়ে দেয়ার সময় বিদ্যুৎ স্পৃষ্টে শিশু আহত
আশাশুনি প্রতিনিধি:
আশাশুনির প্রতাপনগরে বিদ্যুৎ স্পৃষ্টে রাকিব উজ্জামান (০৭) নামের এক শিশু গুরুতর আহত হয়েছে।
গতকাল (৯ মে) রোববার প্রতাপনগর ইউনিয়নের তালতলা বাজারে দোতলা ভবনের ছাদে এ দুর্ঘটনা ঘটে।
আহত শিশু শ্রীপুর-কুড়িকাহুনিয়া গ্রামের আব্দুর রাজ্জাক ঢালীর পুত্র। শিশুটির বাবা তালতলা বাজারে এমপি রোডে অবস্থিত নিজ মালিকানাধীন দ্বিতল ভবনে ব্যবসা পরিচালনা করেন। শিশু রাকিব উজ্জামান রৌদ্রে জামা শুকাতে দেয়ার জন্য তার ছোট ভাই রিফাতকে নিয়ে বেলা আনুমানিক ১১ টার দিকে ঐ ভবনের ছাদে যায়। ভবনের দুই পাশ দিয়ে রয়েছে সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির হাই ভোল্টেজের সচল লাইন। উত্তরে ৩৩ কেভি এবং পূর্বে ১১ কেভি লাইন। শিশু রাকিব উজ্জামান ছাদের পূর্ব পাশের রেলিংয়ের উপরে জামা নেড়ে দেয়ার সময় অসতর্কতা বসত মাত্র ২ ফুট দূরে থাকা ১১ কেভির বৈদ্যুতিক তার হাত লাগে। সঙ্গে সঙ্গে সে ছাদের উপরে পড়ে যায়।
এ সময় ছোট ভাই রিফাত রাকিব উজ্জামানের হাত ধরে তোলার চেষ্টা করলে সে উঠতে পারছিল না। রিফাত তখন দৌড়ে ছাদ থেকে নীচে নেমে বাবাকে ডেকে নিয়ে আসে। বাবা আব্দুর রাজ্জাক ঢালী এসে রাকিব উজ্জামানকে উদ্ধার করে। তখনো শিশুটি কথা বলতে পারছিল। শিশুটির ডান হাতের তালুর মাংস সম্পূর্ণ পুড়ে যায়। শুধু আংগুলের হাড় গুলো দেখা যাচ্ছিল। কব্জি থেকে উপরের দিকে সম্পূর্ন বাহু পুড়ে গেছে। মোটকথা ডান হাত নিষ্কিয় অবস্থায় পড়ে আছে। তাছাড়া উভয় পায়ের বৃদ্ধা আঙ্গুল ও কনিষ্ঠা আঙ্গুল সর্বমোট ৪ টি আঙ্গুলও পুড়ে গেছে। তৎক্ষণাৎ শিশুটির বাবা ও স্বজনরা এ্যাম্বুলেন্স যোগে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। অবস্থা গুরুতর দেখে সাতক্ষীরা মেডিকেল থেকে শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শেখ হাসিনা বার্ন ইউনিটে রেফার করা হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত সাতক্ষীরা থেকে শিশু রাকিব উজ্জামানকে স্যালাইন দিয়ে অ্যাম্বুলেন্সে করে ঢাকার পথে রওয়ানা করে স্বজনরা।