সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির অনুষ্ঠিত হয়েছে খসড়া বাজেটের পর্যালোচনা সভা
রঘুনাথ খাঁঃ
সাতক্ষীরা সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির
আগামি এক বছরের খসড়া বাজেট আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার দুপুর ১২টায় আইনজীবী সমিতির নতুন ভবনের নীচের তলায় এ সভা অনুষ্ঠিত হয়।
আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. আবুল হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সাধারণ সম্পাদক অ্যাড. রেজায়ান উদ
দৌলা সবুজ, অ্যাড. সোমনাথ ব্যাণার্জী, অ্যাড. আব্দুল মজিদ(২), অ্যাড. আবু বক্কর ছিদ্দিক, অ্যাড. আব্দুল লতিফ, এ্যাড. সালাউদ্দিন, অ্যাড. নুরুল আমিন, অ্যাড. শেখ আজাদ হোসেন
বেলাল, অ্যাড. শফিকুল ইসলাম খোকন, অতিরিক্ত পিপি অ্যাড. মিজানুর রহমান প্রমুখ।
বক্তারা সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির সুনাম অক্ষুন্ন রাখতে খসড়া বাজেটে প্রকৃত উন্নয়নের জন্য যা যা দরকার তা সংযোজন ও বিয়োজন করার কথা তুলে ধরেন। লিফট নির্মাণের ব্যাপারে অনেকেই আপত্তি তোলেন।
আইনজীবী সমিতির যে কোন ভবন নির্মাণে সরকারি অনুদান ছাড়া সমিতির অর্থায়নে
নির্মাণ না করার ব্যাপারে ঘোর আপত্তি জানানো হয়। শিক্ষা ভ্রমনে বরাদ্দ না রাখার কথা তুলে ধরা হয়। পরবর্তীতে এর খসড়া রুপরেখা তৈরি
করা হয়।