শ্রমিকরা বেতন-বোনাস পাবেন সোমবার
নিউজ ডেস্কঃ
গার্মেন্টসসহ সব শিল্প-কারখানার শ্রমিকদের বেতন ও বোনাস সোমবারের মধ্যে পরিশোধ করতে মালিকদের নির্দেশ দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান। একই সঙ্গে তিনদিনের ঈদের ছুটিতে কর্মস্থলে থাকার আহ্বান জানান তিনি।
রাজধানীর বিজয়নগরে শ্রম ভবনের সম্মেলনকক্ষে আরএমজি–বিষয়ক ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদের (টিসিসি) সভায় সভাপতির বক্তৃতায় প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
তিনি আরো বলেন, মালিকেরা সোমবার মধ্যে অবশ্যই শ্রমিক ভাই-বোনদের বেতন ও বোনাসসহ সব পাওনা পরিশোধ করবেন। এ কথার পর সভায় উপস্থিত মালিক প্রতিনিধিরা আগামীকালের (সোমবার) মধ্যে প্রায় শতভাগ কারখানার শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধের আশ্বাস দেন।
মন্নুজান সুফিয়ান বলেন, ঈদের সরকারি ছুটি তিনদিন। তবে ছুটি যে কদিনই নেন, অবশ্যই কর্মস্থলে থাকতে হবে। গার্মেন্টসসহ সব শিল্প-কারখানার শ্রমিকদের ছুটি পাওনা থাকলে কারখানা পর্যায়ে মালিক-শ্রমিক সমন্বয় করে সিদ্ধান্ত নেবেন।
Please follow and like us: