কলারোয়ায় জলবায়ু পরিবর্তনে স্বাস্থ্য ঝুকি মোকাবেলায় করনীয় বিষয়ক প্রশিক্ষণ
কলারোয়া প্রতিনিধিঃ
সাতক্ষীরার কলারোয়ায় সাতক্ষীরার কলারোয়ায়
জলবায়ু পরিবর্তনে স্বাস্থ্য ঝুকি মোকাবেলায় করনীয় বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৯মে) সকাল ১০টার দিকে উপজেলা স্বাস্থ্যবিভাগ আয়োজিত ওই কর্মশালা স্বাস্থ্য কমপ্লেক্সে ভবনের সভাকক্ষে অনুষ্ঠিত হয়।
ওয়ার্কশপ ফর অ্যাওয়ারনেস অন ক্লাইমেট চেঞ্জ, ইনজুরি প্রিভেনশন, ফুড সেফটি এন্ড ফুড হাইজিন শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন-উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: জিয়াউর রহমান।
প্রশিক্ষণ কর্মশালায় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে খাদ্য নিরাপত্তা হুমকিতে
পড়ে। এজন্য জলবায়ু আঘাত প্রতিরোধ, খাদ্য সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি খাদ্য স্বাস্থ্যকরণ জরুরী। এলক্ষ্যে খাদ্য সংক্রান্ত স্বাস্থ্যবিধি ও
খাবারের নিরাপত্তা নিয়ন্ত্রণে পদ্ধতিগত বিষয়সহ সার্বিক সচেতনতাও অত্যন্ত জরুরী হয়ে পড়েছে।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কলারোয়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর আবু নসর, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ইউনুছ আলী, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. অমল কুমার সরকার, হাসপাতালের
আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা: শফিকুল ইসলাম, সিনিয়র স্বাস্থ্য
শিক্ষা অফিসার পুলক সরকার, মেডিকেল অফিসার (এমওডিসি) ডা: গাজী আশিক
বাহার, ডা: তানভীর ছিদ্দিকী, ডা: ইয়াসনা কিবরিয়া, আসিফ আহম্মেদ, মাহফুজ
ইমরান, ডেইলি অবজারভার প্রত্রিকার প্রতিনিধি জুলফিকার আলী সহ স্বাস্থ্য
কমপ্লেক্সের সেবিকা, অন্যান্যরা সাংবাদিক ও কর্মকর্তাবৃন্দ।