সাতক্ষীরা সুন্দরবনের গহিনে অবৈধভাবে মাছ ধরার সময় তিন জেলে আটক
সুন্দরবন প্রতিনিধিঃ
সাতক্ষীরা রেঞ্চ পশ্চিম সুন্দরবনের গহিনে ৫২নং কম্পার্টমেন্টের আওতায় মনসা খালে অবৈধ অনুপ্রবেশ করে মাছ ধরার সময় মালামাল সহ ৩ জেলেকে হাতে নাতে আটক করেছে সুন্দরবন স্মার্ট পেট্রল টিমের সদস্যরা।
আজ শনিবার ভোর ৫ টার দিকে স্মার্ট পেট্রল টিমের দলপতি কোবাতক বন স্টেশন অফিসার (এসও) নাসির উদ্দীনের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়।
আটক জেলেরা শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের দাতিনাখালী গ্রামের মৃত জাফর আলী গাজীর ছেলে হযরত গাজী (৫১), এবং একই এলাকার বাসের গাজীর ছেলে রেজাউল গাজী (৫৫) ও জিয়াদ সরদারের ছেলে সন্তোষ সরদার (৫৫)।
সাতক্ষীরা সহকারী বনসংরক্ষক (এসিএফ) এম এ হাসান ঘটনা নিশ্চিত করে বলেন, অভয়ারণ্য অঞ্চলে অবৈধ ভাবে মাছ ধরার অভিযোগে জেলেদের আটক করা হয়েছে।
এ সময় জেলেদের ব্যবহৃত একটি নৌকা, তিনটি জাল, তিনটি ড্রাম, ১০ কেজি মাছ ও দা সহ আনুসঙ্গিক মালামাল জব্দ করা হয়। আটক জেলেদের বন আইনে আদালতে পাঠানো হয়েছে।