ভারত থেকে অবৈধপথে বাগদা চিংড়ীর রেনু আনার সময় শ্যামনগর থেকে দুই চোরাকারবারী আটক
শ্যামনগর প্রতিনিধিঃ
ভারত থেকে অবৈধপথে দেড় লক্ষাধিক টাকার বাগদা চিংড়ী রেনু পোনা আনার সময় সাতক্ষীরার শ্যামনগরের জল সীমান্ত এলাকা থেকে দুই চোরাকারবারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
আজ শুক্রবার ভোর রাত সাড়ে ৩টার দিকে উপজেলার পরানপুর ব্রীজের উপর থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, শ্যামনগর উপজেলার কালিঞ্চী গ্রামের আকবর তরফদারের ছেলে আব্দুল্যাহ তরফদার (৩৪) এবং পরানপুর গ্রামের জলিল মোড়লের ছেলে মিজানুর রহমান (২৭)।
নীলডুমুর ৩৪ বিজিবি ব্যাটেলিয়নের আওতাধীন নিদয় বিওপি’র হাবিলদার খাইরুল ইসলাম জানান, ভারত থেকে সীমান্ত নদী কালিন্দি দিয়ে অবৈধভাবে
বাগদা চিংড়ী রেনু পোনা আনার সময় তার নেতৃত্বে অভিযান চালিয়ে উপজেলার পরানপুর ব্রীজের উপর থেকে উক্ত দুই চোরাকারবারীকে আটক করা হয়।
এ সময় তল্লাশি করে তাদের কাছ থেকে দেড় লক্ষাধিক টাকা মূল্যের ১৩ প্যাকেট বাগদা রেনু পোনা, ২টি মোটর সাইকেল, ভারতীয় সিম ও ২টি মোবাইল জব্দ করা হয়।
জব্দকৃত মালামালসহ আটক দুই চোরাকারবারীকে শ্যামনগর থানায় পাঠানো হয়েছে।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)
আলহাজ্ব নাজমুল হুদা বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।