কলারোয়ায় এক কেজি গাঁজা সহ দুই মাদক ব্যবসায়ী আটক
কামরুল হাসানঃ
কলারোয়ায় র্যাব-৬, সিপিসি-১ এর অভিযানে এক কেজি গাঁজাসহ দু’জন আটক হয়েছে। আটককৃতরা হলো-সাতক্ষীরা সদরের কালিয়ানি গ্রামের আনিসুর বিশ্বাসের ছেলে মোঃ আলামিন (২৮) ও আশরাফ উদ্দীন বিশ্বাসের ছেলে মোঃ দেলোয়ার ওরফে সেলিম (৩৭)। এসময় তাদের কাছ থেকে ২টি মোবাইল ফোন, ৩টি সিমকার্ড, ১টি মোটরসাইকেল এবং মাদক বিক্রিত নগদ ৯ হাজার ৯০০ টাকা উদ্ধার করে র্যাব।
বৃহস্পতিবার দুপুরে র্যাবের সিনিয়র এএসপি মোঃ বজলুর রশিদের নেতৃত্বে র্যাব-৬, সাতক্ষীরা (সিপিসি-১) এর সদস্যরা কলারোয়া উপজেলার রায়টা নতুন বাজারে সোহান এন্টারপ্রাইজ এর সামনে থেকে ওই দুই মাদক বিক্রেতাকে আটক করেন।
আটককৃতদের কলারোয়া থানায় হস্তান্তর করে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ২০১৮ এর ৩৬ (১) টেবিল ১৯(ক)/৪১ ধারায় মামলা করা হয়েছে বলে জানায় র্যাব।
Please follow and like us: