শ্যামনগরের বুড়িগোয়ালীনিতে খাওয়ার পানির চাহিদা মিটাতে সূপেয় পানির প্লান্ট উদ্বোধন
আশিকুজ্জামান লিমনঃ
সাতক্ষীরার শ্যামনগরে খাবার পানির চাহিদা মেটাতে এইচ এম বি ডি ফাউন্ডেশন এর আয়োজনে সূপেয় পানির প্লান্ট উদ্বোধণ। ও ২০০ দুইশত বাঘ বিধবা পরিবারের মাঝে করোনাকালীন ঈদ উপলক্ষে শুকনো খাবার ও ঈদ সামগ্রী বিতরণ করেন। বৃহস্পতিবার বেলা ১১ টায় দাতিনাখালী মোহাম্মাদিয়া মনীরুদ্দীন নূরজাহান কওমী মাদ্রাসা প্রাঙ্গনে পানির প্লান্টটি উদ্বোধন হয়।
উদ্বোধন করেন উপজেলা আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন। উপস্থিত ছিলেন জেলাপরিষদ সদস্য ডালিম কুমার ঘরামি, উপজেলা ভাইচ চেয়ারম্যান সাঈদুর জাম্মান সঈদ, খালেদা আয়ুব ডলি, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ভবতশ কুমার মন্ডল।
বাংলাদেশের সর্ব দক্ষিণের জেলা সাতক্ষীরা সুন্দরবন উপকূলীয় শ্যামনগর লবণাক্ত পানির কারণে ইতিমধ্যে বিভিন্ন এলাকায় খাবার পানির সংকট দেখা দিয়েছে। উপকূলীয় মানুষের খাওয়ার পানির চাহিদা মিটাতে কয়েক লক্ষ টাকা ব্যায়ে পানির প্লান্ট বসান। উপজেলা সদরে নকিপুরে খাওয়ার পানির চাহিদা মেটাতে নকিপুর ড্রিংকিং ওয়াটার নামই ও পানির প্ল্যান্টটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।