বাজার নিয়ে ফেরা হলো না বাড়িতে
ডেস্ক রিপোর্টঃ
কর্মস্থলে অবস্থানকালে স্ত্রী’র ফোনে নিশ্চিত হয়েছিলেন বাড়িতে কিছু দরকারি বাজার সদয় লাগবে। তাইতো কর্মক্ষেত্র থেকে বের হয়ে মুন্সিগঞ্জ সরদার গ্যারেজের বাজারে গিয়েছিলেন তিনি। তবে প্রয়োজনীয় সদয়-পাতি নিয়ে বাড়ির উদ্দেশ্যে যাত্রা দিয়েও পৌছাতে পারেনি নিজ গন্তব্যে। ভ্যান থেকে বাড়ির সামনের সড়কে নেমে পরিবারের হাতে ক্রয়কৃত উপকরনাদীর ব্যাগ উঠিয়ে দেয়ার আগে ঘটে তার স্বপ্ন ভঙ্গ।
‘যমদূত’ এর মত হঠাৎ দ্রুত গতিতে হাজির হওয়া এক মোটর সাইকেলের ধাক্কায় পিচ-ঢালা পাকা রাস্তায় পড়ে যান ষাট বছরের প্রভাষ সরদার। স্থানীয়দের সহায়তায় পরিবারের সদস্যরা দ্রুত শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করে।
মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বুধবার সন্ধ্যা ছয়টার দিকে শ্যামনগর উপজেলার পুর্ব ধানখালী এলাকায় শ্যামনগর-মুন্সিগঞ্জ সংযোগ সড়কে। নিহত প্রভাষ সরদার ছিলেন একই গ্রামের মৃত নরেন্দ্রনাথ সরদারের ছেলে। তিনি প্রতিষ্ঠালগ্ন থেকে বাড়ির পাশ্ববর্তী সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের দপ্তরী হিসেবে কর্মরত ছিলেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রশান্ত বৈদ্য জানান, দুর্ঘটনার পর স্থানীয়রা ঘাতক মোটর সাইকেলটি আটকে দিলেও চালক পালিয়ে যায়। রাতে নিহত প্রভাষ সরদারের সৎকার করা হয় জানিয়ে তিনি বলেন, বিদ্যালয়ের পক্ষ থেকে তার পরিবারকে যথাযথ সহায়তা দেয়া হবে।