ফুটন্ত ভুসির গামলায় শিশুঃঝলসে গেলো শরীর
ডেস্ক রিপোর্টঃ
গরুর খাওয়ানোর জন্য সিদ্ধ করা গরম ভূসির গামলায় পড়ে আলআমিন নামের দুই বছরের এক শিশুর শরীর ঝলসে গেছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকাল সাতটার দিকে শ্যামনগর উপজেলার কাশিমাড়ী ইউনিয়নের ঘোলা গ্রামে।
ফোসকা পড়াসহ শরীরের বিভিন্ন অংশের চামড়া উঠে যাওয়া শিশুটিকে দুর্ঘটনার পরপরই শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আহত শিশুর পিতা শওকাত আলী জানান, গুরুকে খাওয়ানোর জন্য সকালে ভুসি সিদ্ধ করার কাজ চলছিল। এসময় অনতিদুরে খেলতে থাকা আলআমিন অসাবধানতাবশত ফুটন্ত ভুসির ঐ গামলাতে পড়ে যায়। এসময় মাথা ও মুখ মন্ডল ছাড়া সমগ্র শরীর গামলার মধ্যে দেবে যাওয়ায় সেসব জায়গার চামড়া উঠে যাচ্ছে বলেও তিনি জানান।
শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক রীতা রানী জানান, শিশুটিকে শ্যামনগর হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে।