শ্যামনগরে গাছ থেকে গাব পাড়ার সময় হাত ফসকে মাটিতে পড়ে শিশু মারাত্মক আহত
ডেস্ক রিপোর্টঃ
গাছ থেকে পড়ে আবির হোসেন নামের ১২ বছরের এক শিশু মারাত্মক আহত হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল ৮টার দিকে শ্যামনগর উপজেলা সদরের মাহমুদপুর গ্রামে ঘটনাটি ঘটে।
দুর্ঘটনার পরপরই পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বাবা-মার দুই সন্তানের একমাত্র ছেলে আবির হোসেন উপজেলা সদরের জোবেদা সোহরাব মডেল একাডেমীর ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র।
আহত শিশুর পিতা আব্দুস সালাম জানান, সকালে বাড়ির আঙিনাতে বেড়ে ওঠা বিশালাকৃতির একটি গাব গাছে চড়ে বসে আবির। গাছ থেকে গাব পাড়ার এক পর্যায়ে ডালে ধরা তার হাত ফসকে যেয়ে প্রায় পঁচিশ ফুট নিচে মাটিতে পড়ে যায়। এসময় মুখে ও বুকে মারাত্মক আঘাতপ্রাপ্ত হয়ে কয়েকবার রক্ত বমি করায় দুপুরের দিকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়েছে।
শ্যামনগর কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক আব্দুল মজিদ জানান, শিশুটির এক্স-রেসহ কয়েকটি পরীক্ষা দেয়া হয়েছে। পরীক্ষার ফলাফল হাতে আসার পরই তার অবস্থা নিয়ে মন্তব্য করা যাবে।