সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে বিষ প্রয়োগে মাছ শিকারের অভিযোগে ৩ জেলে আটক
আসাদুজ্জামানঃ
সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের গহিনে বিষ প্রয়োগে
মাছ শিকারের অভিযোগে তিন জেলেকে হাতে নাতে আটক করেছে বুড়িগোয়ালিনী বনবিভাগের সদস্যরা। সোমবার সকালে সুন্দর বনের তেরকাটি খাল থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে মাছ ধরা কাজে ব্যবহৃত বিষের বোতল, জাল, ১০ কেজি চিংড়ী মাছ ও একটি নৌকা জব্দ করা হয়।
আটককৃত জেলেরো হলেন, শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের পূর্ব কালিনগর গ্রামের রাশিদুল মোড়লের ছেলে ইসমাইল ও ইস্রাফিল এবং একই গ্রামে আব্দুল হাকিম গাজীর ছেলে হোসাইন।
সাতক্ষীরা সহকারী বন সংরক্ষক (এসসিএফ) এম. এ হাসান এ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, সুন্দরবনে তেরকাটি খালে বিষ প্রয়োগে মাছ ধরার খবর গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে বুড়িগোয়ালিনী ষ্টেশন কর্মকর্তা (এসও) সুলতান আহম্মেদের নেতৃত্বে বনবিভাগের সদস্যরা সেখানে অভিযান চালিয়ে উক্ত তিন জেলেকে হাতে নাতে আটক করে।
এ সময় তাদের কাছ থেকে মাছ ধরা কাজে ব্যবহৃত বিষের বোতল, জাল, ১০ কেজি চিংড়ী মাছ ও একটি নৌকা জব্দ করা হয়।
তিনি আরো জানান, আটক জেলেদের বিরুদ্ধে বন আইনে মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।